American zoo

গরিলার হাতে ‘মানুষের মতো’ আঙুল, ছবি ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়

আনাকার ছবি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘মনে হয় আনাকা এক ধরনের শ্বেতিতে আক্রান্ত। এই ধরনের রোগ খুব একটা সারে না। সারা জীবনই এই দাগ নিয়ে চলেতে হয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২০ ১৪:৩৭
Share:

আনাকার আঙুল। ছবি: ফেসবুক থেকে নেওয়া।

কিছু দিন আগেই তার ষষ্ঠ জন্মদিন পালিত হয়। জন্মদিনের ‘পার্টিতে’ তার বেশ কিছু ছবিও ওঠে। সেই সব ছবি পোস্ট হয় ফেসবুকে। তারপরই বিষয়টি সামনে আসতে থাকে। অনেক নেটাগরিক ‘আনাকা’-র আঙুলগুলিকে মানুষের আঙুলের সঙ্গে তুলনা করতে শুরু করেছেন।

Advertisement

আসলে আনাকা মানুষ নয়, তাই এই দৃশ্য চোখে পড়ছে সকলের। আনাকা একটি স্ত্রী গরিলা,আমেরিকার জর্জিয়ার জু আটলান্টায় বাস তার। আসলে আনাকার হাতে কয়েকটি আঙুলের সামনের অংশগুলিতে পিগমেন্টের অভাব রয়েছে। যার ফলে সেই আঙুলগুলি গোরিলাদের স্বাভাবিক কালো রঙের না হয়ে মানুষের চামড়ার মতো দেখাচ্ছে।

আনাকার ছবি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘মনে হয় আনাকা এক ধরনের শ্বেতিতে আক্রান্ত। এই ধরনের রোগ খুব একটা সারে না। সারা জীবনই এই দাগ নিয়ে চলেতে হয়।

Advertisement

আরও পড়ুন: প্রকাশ্য সৈকতে শরীরী খেলায় মত্ত যুগল, গ্রেফতারের পর পুলিশ ভ্যানেও থামল না!

আনাকার কিছু ক্লোজ-আপ ছবিতে বিষয়টি ধরা পড়ার পর কয়েকজন যোগাযোগ করেন চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গে। কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরেই আনাকার হাতের এই অংশগুলি এমন। এর কোনও রকম পরিবর্তন হয়নি। তাই তারা মনে করেন, এটা আনাকার সুন্দর একটি জন্মদাগ। জু আটলান্টা তাদের ওয়েবসাইটে লিখেছে, আনাকা শুধু হাতের কারণেই অন্যদের থেকে আলাদা নয়, তার আচার আচরণও অনেকটা আলাদা।

আরও পড়ুন: গরুদের জন্য ‘খাদ্য ব্যাঙ্ক’, খাবার দিয়ে যাচ্ছেন বিভিন্ন ধর্মের মানুষ

জু আটলান্টার পেজে আনাকার ছবি:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement