ইমরান খান। ফাইল চিত্র।
কাশ্মীর নিয়ে দিনভর ব্যস্ত রইল পাকিস্তান।
আগামী মাসে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় নিজের বক্তৃতায় পাক প্রধানমন্ত্রী ইমরান খান কাশ্মীর নিয়ে ভারতকে তোপ দাগবেন, এ কার্যত জানা কথা। সূত্রের দাবি, ওই সময়ে ভারত তথা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর জন্য বিভিন্ন সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখতে দলকে নির্দেশ দিয়েছেন ইমরান। আজ তাঁর ‘কাশ্মীর কোর গ্রুপ’-এর বৈঠকেও কাশ্মীর নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক স্তরে সরব হওয়ার বিষয়ে কথা হয়েছে।
কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ইতিমধ্যে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার হাইকমিশনারকে চিঠি লিখেছেন পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। সেই চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে নিরাপত্তা পরিষদ-সহ সব সদস্য রাষ্ট্রের কাছে। আর পাক প্রেসিডেন্ট আরিফ আলভি আজ বলেছেন, ‘‘ভারত যুদ্ধ চাপিয়ে দিলে, আমরা উপযুক্ত জবাব দেব। এলাকায় তার গুরুতর প্রভাব পড়বে।’’