Imran Khan

সরকারের সঙ্গে বৈঠকের প্রস্তাব ইমরানের

ইমরান প্রথম থেকেই দাবি করে আসছেন, ভয় দেখিয়ে, গায়ের জোরে নেতা-কর্মীদের দলত্যাগ করতে বাধ্য করা হচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

লাহোর শেষ আপডেট: ২৮ মে ২০২৩ ০৭:১৫
Share:

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান।

শাহবাজ় শরিফ সরকারের শীর্ষকর্তাদের সঙ্গে অবিলম্বে বৈঠকে বসতে চান পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। গত কয়েক দিন ধরে পিটিআইয়ের প্রথম সারির নেতারা একের পর ইস্তফা দেওয়ার পরে শাসক দলের সঙ্গে তড়িঘড়ি বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন ইমরান। তবে তাঁর সেই ডাকে সরকারপক্ষ থেকে এখনও কোনও সাড়া মেলেনি।

Advertisement

৯ মে পাক রেঞ্জার্স বাহিনীর হাতে ইমরান খান বন্দি হওয়ার পরে দেশজুড়ে তাণ্ডব চালায় পিটিআই। তার পরে হাজার হাজার পিটিআই কর্মী-সমর্থককে গ্রেফতার করা হয়। আটক করা হয় ফওয়াদ চৌধুরি-সহ বেশ কয়েক জন প্রথম সারির পিটিআই নেতাকেও। ছাড়া পাওয়ার পরেই এই সব নেতা একের পর এক দল ছাড়ছেন। দলের সদস্যপদ ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে দলের নিচুতলার সদস্যদের মধ্যেও।

ইমরান প্রথম থেকেই দাবি করে আসছেন, ভয় দেখিয়ে, গায়ের জোরে নেতা-কর্মীদের দলত্যাগ করতে বাধ্য করা হচ্ছে। তবে এখন দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরে এক প্রকার বাধ্য হয়েই ‘সমঝোতার’ পথে হাঁটার কথা ভাবছেন ইমরান। পাক সংবাদ মাধ্যমের খবর, ইউটিউবে সম্প্রচারিত এক বার্তায় ইমরান বলেছেন, ‘‘এ ভাবে চলতে পারে না। তাই আমি (সরকারপক্ষের কাছে) আলোচনার জন্য আর্জি জানাচ্ছি। না হলে ক্রমশ নৈরাজ্যের দিকে এগিয়ে যাবে দেশ।’’

Advertisement

এ দিকে, ইমরান ও তাঁর স্ত্রী বুশরা বিবির দেশ ছাড়ার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে শাহবাজ় শরিফ সরকার। তাঁদের নাম ‘এগজ়িট কন্ট্রোল লিস্ট (ইসিএল)’-এ তোলার জন্য সরকারকে ‘ধন্যবাদ’ জানিয়েছেন ইমরান। প্রাক্তন প্রধানমন্ত্রীর কথায়, ‘‘এই সিদ্ধান্তের জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বা আমার স্ত্রীর দেশ ছাড়ার কোনও বাসনা নেই। আমাদের বিদেশে কোনও বাড়ি বা সম্পত্তি নেই। কোনও বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টও নেই।’’ প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের দাদা, প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ় শরিফ ও তাঁর পরিবারের লন্ডন-সহ ব্রিটেনের বিভিন্ন স্থানে বহু বাড়ি রয়েছে। কিছু দিন আগে শরিফদের হাইড পার্কের বাসভবনটি ৪ কোটি ৩৮ লক্ষ পাউন্ডে (৪৩৮ কোটি টাকা) বিক্রি হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement