সাংবাদিক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প প্রথম সাংবাদিক সম্মেলন করলেন। প্রেসিডেন্ট হিসেবে তিনি কী কী পদক্ষেপ নিতে চলেছেন তার দিকে তাকিয়ে গোটা বিশ্ব। ভাষণের শুরুতেই তাঁর জয়ের পিছনে সংবাদ মাধ্যমের হাত অনেকটাই তা স্বীকার করে নিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট। কী কী বললেন ট্রাম্প দেখে নিন-
•প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এখন ব্যবসা দুই ছেলেই দেখবে।
•নিরাপত্তার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক পিছিয়ে। হ্যাকিং থেকে নিরাপত্তা দিতে সব থেকে পিছিয়ে।
•ভগবানের থেকেও বেশি কর্মসংস্থান করব।
•আমার নেতৃ্ত্বাধীন মার্কিন যুক্তরাষ্ট্রকে আরও বেশি করে সমীহ করে চলবে সব দেশ।
•রাশিয়ার সঙ্গে কোনওরকম চুক্তি হয়নি।
•পুতিন আমায় পছন্দ করলে তা সম্পদ, দায় নয়।
• প্রচুর কর্মসংস্থান করা হবে।
•ভ্লাদিমির পুতিন আজই জানিয়েছেন যে রাশিয়ার তরফে কোনও হ্যাকিংই হয়নি।
•এর আগে চিন আমাদের দেশের প্রায় ২২ লক্ষ অ্যাকাউন্ট হ্যাক করেছিল। আমরা কোনও নিরাপত্তাই দিয়ে উঠতে পারিনি সে সময়।
•হ্যাকিং করা খবুই খারাপ। এটা করা উচিত নয়।
বিস্তারিত আসছে।