International news

‘এ ট্রু আমেরিকান হিরো’, কানসাসে ভারতীয়ের জন্য লড়াই করে সম্মানিত গ্রিলট

খুব চেষ্টা করেও বাঁচাতে পারেননি শ্রীনিবাসকে। কিন্তু তাঁর বন্ধু অলোক মাদাসিনিকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পেরেছিলেন। শ্রীনিবাস আর মাদাসিনির শরীরে ফুঁড়ে যেতে পারত আরও যে দু’টি গুলি, নিজের বুকে সেগুলো বিঁধিয়ে নিয়েছিলেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ মার্চ ২০১৭ ১৮:৪১
Share:

হাসপাতালে ইয়ান গ্রিলট। ফাইল চিত্র।

খুব চেষ্টা করেও বাঁচাতে পারেননি শ্রীনিবাসকে। কিন্তু তাঁর বন্ধু অলোক মাদাসিনিকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পেরেছিলেন। শ্রীনিবাস আর মাদাসিনির শরীরে ফুঁড়ে যেতে পারত আরও যে দু’টি গুলি, নিজের বুকে সেগুলো বিঁধিয়ে নিয়েছিলেন তিনি। তার পর দীর্ঘ দিন হাসপাতালের বিছানায় কেটেছে। কানসাসের সেই ভারতীয় খুনের ঘটনার স্মৃতি এতটুকু ফিকে হয়নি। অপরিচিত দুই ভারতীয়কে বাঁচাতে বিপদে ঝাঁপিয়ে পড়ার জন্যই এ বার মার্কিন নাগরিক ইয়ান গ্রিলট সম্মানিত হবেন আমেরিকার হিউস্টন হাউসে।

Advertisement

আরও পড়ুন: সন্ধান চাই! প্রশান্ত কিশোরকে খুঁজে দিলে ৫ লক্ষ টাকা নগদ পুরস্কার


অলোক মাদসিনির সঙ্গে ইয়ান গ্রিলট

Advertisement

এখনও পুরোপুরি সুস্থ হননি গ্রিলট। মাঝে মধ্যেই বুকে ব্যথা অনুভব করেন। এই খবরটা পেয়ে ভীষণ খুশি ২৪ বছরের গ্রিলট। তাঁকে এই সম্মানের জন্য উপযুক্ত মনে করায় ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘‘ওই দিন অবশ্যই আমি হিউস্টন হাউসে যাব। সকলের শুভকামনাতেই আমি আজ সুস্থ হয়ে উঠেছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement