হাসপাতালে ইয়ান গ্রিলট। ফাইল চিত্র।
খুব চেষ্টা করেও বাঁচাতে পারেননি শ্রীনিবাসকে। কিন্তু তাঁর বন্ধু অলোক মাদাসিনিকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পেরেছিলেন। শ্রীনিবাস আর মাদাসিনির শরীরে ফুঁড়ে যেতে পারত আরও যে দু’টি গুলি, নিজের বুকে সেগুলো বিঁধিয়ে নিয়েছিলেন তিনি। তার পর দীর্ঘ দিন হাসপাতালের বিছানায় কেটেছে। কানসাসের সেই ভারতীয় খুনের ঘটনার স্মৃতি এতটুকু ফিকে হয়নি। অপরিচিত দুই ভারতীয়কে বাঁচাতে বিপদে ঝাঁপিয়ে পড়ার জন্যই এ বার মার্কিন নাগরিক ইয়ান গ্রিলট সম্মানিত হবেন আমেরিকার হিউস্টন হাউসে।
আরও পড়ুন: সন্ধান চাই! প্রশান্ত কিশোরকে খুঁজে দিলে ৫ লক্ষ টাকা নগদ পুরস্কার
অলোক মাদসিনির সঙ্গে ইয়ান গ্রিলট
এখনও পুরোপুরি সুস্থ হননি গ্রিলট। মাঝে মধ্যেই বুকে ব্যথা অনুভব করেন। এই খবরটা পেয়ে ভীষণ খুশি ২৪ বছরের গ্রিলট। তাঁকে এই সম্মানের জন্য উপযুক্ত মনে করায় ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘‘ওই দিন অবশ্যই আমি হিউস্টন হাউসে যাব। সকলের শুভকামনাতেই আমি আজ সুস্থ হয়ে উঠেছি।’’