—ফাইল চিত্র।
বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি হুসেইন মহম্মদ এরশাদকে হাসপাতালে ‘লাইফ সাপোর্ট’-এ রাখা হয়েছে। ৯০ বছর বয়স্ক প্রাক্তন সেনাশাসককে ২২ জুন ঢাকার কম্বাইন্ড মিলিটারি হসপিটালে ভর্তি করার পরে রবিবার থেকে অবস্থার অবনতি হয়। হিমোগ্লবিনের স্বল্পতার সঙ্গে তাঁর ফুসফুসে সংক্রমণ ও কিডনিতে জটিলতা দেখা দিয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সোমবার হাসপাতালে এরশাদকে দেখে এসে জানিয়েছেন, তাঁর অবস্থা খুবই সঙ্কটাপন্ন। এরশাদের দল জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এ কে এম মোস্তাফা ফেসবুকে লিখেছেন, ‘‘পল্লীবন্ধু এরশাদের পাশে কোরান তেলোয়াত করছেন স্ত্রী রওশন এরশাদ।’’ অবিভক্ত ভারতের কোচবিহারের দিনহাটায় জন্ম এরশাদের। ১৯৮৩-তে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পরে রাষ্ট্রপতি হন তিনি। ১৯৯০-এর ডিসেম্বরে প্রবল গণবিক্ষোভের মুখে ইস্তফা দেওয়ার পরে গণতান্ত্রিক ব্যবস্থায় অংশ নেন এরশাদ। সেই থেকেই রংপুর থেকে নির্বাচিত হয়ে সংসদে গিয়েছেন তিনি।
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদেরYouTube Channel - এ।