Viral video

Viral Snake: অতিকায় সাপের ছবি তুলতে গিয়ে তাড়া খেলেন অজি ইউটিউবার! তার পর?

ইনস্টাগ্রাম পোস্টে ব্রড লিখেছেন, এই ধরনের সাপ সাধারণত মানুষের সামনে আসতে চায় না। তা হলে বোট তাড়া করার কারণ কী?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২১ ২০:৩১
Share:

নৌকা তাড়া সাপের! ইনস্টাগ্রাম থেকে নেওয়া

প্যাডল বোটে সমুদ্রে প্রমোদ ভ্রমণে মগ্ন অজি ইউটিউবার ব্রডি মস। আচমকাই বোট লক্ষ্য করে তিরের বেগে ছুটে আসতে দেখা যায় তাকে। সে আর কেউ নয়, অতিকায় একটি সামুদ্রিক সাপ। যার এক ছোবলে প্রাণ যেতে পারে মানুষের।

Advertisement

কী করলেন ব্রডি মস? সাপ কি পেল তাঁর নাগাল? গোটা ঘটনা লেন্সে ধরে রেখেছেন ব্রডি। ইন্সস্টাগ্রামে সেই ভিডিয়ো পোস্ট হতেই ভাইরাল!

ভিডিয়োয় দেখা যায়, ভারত মহাসাগরের আপাত শান্ত জলরাশির মাঝে আচমকাই ভেসে উঠল অতিকায় চেহারার একটি সামুদ্রিক সাপ। তিরের বেগে তা ছুটে আসতে থাকে ব্রডের প্যাডেল বোট লক্ষ্য করে। ব্রডের ক্যামেরা ধরে থাকে হলদে সাপটিকে। দেখা যায় স্বভাব বিরুদ্ধ ভাবে সাপটি বোটে মুখ তুলে দেয়। এ দিক ও দিক দেখে ফের ভারত মহাসাগরের জলে বিলীন হয় সে।

Advertisement

ইনস্টা পোস্টে ব্রড লিখেছেন, এই ধরনের সাপ সাধারণত মানুষের সামনে আসতে চায় না। তা হলে বোট তাড়া করার কারণ কী? তার উত্তরও দিয়েছেন ব্রড। জানিয়েছেন, এই সময় সঙ্গিনীর সঙ্গে মিলনের জন্য উন্মুখ থাকে সাপ। সঙ্গিনীকে খুঁজতেই উতলা হয়ে সামুদ্রিক সাপের বোটকে তাড়া করা, এমনই জানিয়েছেন অজি ইউটিউবার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement