রিয়াধের আকাশে ইয়েমেনের সন্ত্রাসবাদীদের ক্ষেপণাস্ত্র সৌদি সেনারা রুখে দেওয়ার পর। মঙ্গলবার।
সৌদি আরবের রাজপ্রাসাদ লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরানের মদতপুষ্ট ইয়েমেনের হাউতি সন্ত্রাসবাদীরা। তবে লক্ষ্যে পৌঁছনোর আগেই রিয়াধের রাজপ্রাসাদকে তাক করে ছুটে আসা সেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝপথে রুখে দিতে পেরেছে সৌদি সেনাবাহিনী।
সংবাদ সংস্থা রয়টার্স ও সৌদি আরবের সরকারি সংস্থা সেন্টার ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন্সের তরফে মঙ্গলবার একটি টুইটে ওই খবর দেওয়া হয়েছে। ইয়েমেনের হাউতি সন্ত্রাসবাদীরাও ওই ক্ষেপণাস্ত্র হানাদারির দায়িত্ব স্বীকার করেছে।
সেন্টার ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন্সের তরফে জানানো হয়েছে, ঘটনাটি ঘটেছে রিয়াধের দক্ষিণে। ওই সময় সৌদি আরবের রাজপ্রাসাদে চলছিল বৈঠক। তাতে সৌদি রাজপরিবারের সদস্যরা ছাড়াও হাজির ছিলেন দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা। ওই বৈঠকের পরেই সাংবাদিক সম্মেলনে সৌদি সরকারের বার্ষিক বাজেট ঘোষণা করার কথা ছিল।
আরও পড়ুন- পাকিস্তানে শিখ ধর্মান্তরণের অভিযোগে টুইট সুষমার
আরও পড়ুন- আইএস হামলা কাবুলের গোয়েন্দা প্রশিক্ষণ কেন্দ্রে
সংবাদসংস্থা রয়টার্সের প্রতিনিধিরা জানিয়েছেন, হঠাৎই একটা ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দে তাঁরা চমকে ওঠেন। কেঁপে ওঠে আশপাশের বহুতলগুলি। রিয়াধের উত্তর-পূর্বের আকাশ ঢেকে যায় ঘন কালো ধোঁয়ায়।
গত ৪ নভেম্বর সৌদি সরকারের তরফে দাবি করা হয়েছিল, রিয়াধের কিঙ্গ খালেদ বিমানবন্দরের দিকে ধেয়ে আসা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই রুখে দিয়েছে সৌদি সেনাবাহিনী।
রিয়াধের অভিযোগ, সৌদিকে অস্বস্তিতে রাখতে ইরান সরকার হাউতি সন্ত্রাসবাদীদের নিয়মিত ভাবে ক্ষেপণাস্ত্র জুগিয়ে যাচ্ছে। তেহরানের তরফে অবশ্য সেই অভিযোগ অস্বীকার করা হয়।