গুলশন রায় আজ, কড়া নিরাপত্তা

২০১৬ সালের ১ জুলাই রাতে ওই জঙ্গি হানায় বিদেশি নাগরিক-সহ ২০ জন নিহত হন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৯ ০৪:১২
Share:

সেদিনের ভয়াবহতা।—ফাইল চিত্র।

গুলশনের হোলি আর্টিজ়ান রেস্তরাঁয় জঙ্গি হামলার রায় বেরোবে আগামিকাল। তাই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ঢাকার আদালত পাড়া। গত রাত থেকেই আদালত পাড়ার বাইরে বসানো হয়েছে তল্লাশি চৌকি। বাড়তি পুলিশও মোতায়েন হয়েছে। ঢাকার আদালতের উপ-পুলিশ কমিশনার জাফর হোসেন জানান, হামলার কোনও আশঙ্কা নেই। তবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মির রেজাউল আলম ও কৃষ্ণপদ রায় আজ ওই এলাকা পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা নিখুঁত করে তুলতে প্রয়োজনীয় কিছু নির্দেশও দিয়েছেন লালবাগ ডিভিশন ও আদালতের ডিসি প্রসিকিউশনকে।

Advertisement

২০১৬ সালের ১ জুলাই রাতে ওই জঙ্গি হানায় বিদেশি নাগরিক-সহ ২০ জন নিহত হন। পরের দিন সেনা অভিযানে মৃত্যু হয় ৫ জঙ্গির। ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইবুনালে শুনানি শেষ হয়েছে ১৭ নভেম্বর। মামলায় ২১১ জন সাক্ষীর মধ্যে ১১৩ জন সাক্ষ্য দিয়েছেন। সরকার পক্ষের আইনজীবী গোলাম সারোয়ার খান জাকির জানাচ্ছেন, ৮ অভিযুক্তের মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে। আসামি পক্ষের আইনজীবী দেলোয়ার হোসেন মনে করেন, আদালতে তাঁরা প্রমাণ করতে পেরেছেন, অভিযুক্তরা ওই অপরাধে যুক্ত নন। আদালতে ন্যায় মিলবে বলে বিশ্বাস দু’পক্ষেরই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement