Bomb Threat

সাতটি ভারতীয় বিমানে বোমা হামলার হুমকি, আমেরিকাগামী উড়ানের জরুরি অবতরণ কানাডায়

প্রকাশিত খবর, মঙ্গলবার দুপুর ১২টা ২৫ মিনিট নাগাদ জয়পুর থেকে বেঙ্গালুরু রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। কিন্তু মাঝ আকাশে থাকাকালীন বোমা হামলার হুমকি দেওয়া ফোন পায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৪ ০০:২২
Share:

—প্রতীকী চিত্র।

কয়েক ঘণ্টার ব্যবধানে মঙ্গলবার সাতটি ভারতীয় বিমানে বোমা হামলার হুমকি দেওয়া হল। তার মধ্যে আমেরিকাগামী একটি উড়ান জরুরি অবতরণ করল কানাডায়।

Advertisement

প্রকাশিত খবর, মঙ্গলবার দুপুর ১২টা ২৫ মিনিট নাগাদ জয়পুর থেকে বেঙ্গালুরু রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। কিন্তু মাঝ আকাশে থাকাকালীন বোমা হামলার হুমকি দেওয়া ফোন পায়। তড়িঘড়ি করে অযোধ্যা বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালানোর পরেও কোনও বোমার সন্ধান পাওয়া যায়নি।

এর পর দিল্লি থেকে শিকাগোগামী আরও একটি এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক উড়ান বোমা হামলার হুমকি পেয়ে কানাডার ইক্যালুইট বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বোমা হামলার হুমকি পাওয়ার পর গোটা বিমান এমনকী, যাত্রীদের নামিয়ে তল্লাশি অভিযান চালানো হয়েছে। কিন্তু কোনও বোমার সন্ধান মেলেনি। সৌদি আরবের দামাম থেকে লখনউগামী ইন্ডিগোর বিমান একই ভাবে বোমার হুমকি পেয়ে জয়পুরে অবতরণ করে।

Advertisement

দ্বারভাঙা থেকে মুম্বইগামী স্পাইসজেটের বিমান এবং শিলিগুড়ি থেকে বেঙ্গালুরুগামী আকাসা এয়ারের বিমানেও একই রকম হুমকি দেওয়া হয় বলে সূত্রের খবর। প্রতিটি ক্ষেত্রেই ভুয়ো হুমকি দেওয়া হয়। প্রসঙ্গত, এর আগে রবিবার রাতে মুম্বই থেকে নিউ ইয়র্কগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। মাঝ আকাশ থেকে তড়িঘড়ি করে দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটির।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement