International News

এক বোতল জলের দাম প্রায় ৩,০০০ টাকা, চালু রয়েছে ইএমআই-ও!

১০ বছর আগে ‘জব উই মেট’-এর সেই দৃশ্যটা মনে আছে? যেখানে রাতের রাতলাম স্টেশনে ট্রেন মিস করার পর দোকানে জলের বোতল কিনতে গিয়েছিলেন গীত। কিন্তু দোকানদার বোতলের দাম ২ টাকা বেশি চাওয়ায় রেগে গিয়ে ঝগড়াই বাধিয়ে বসেছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৭ ১৩:২৭
Share:

১০ বছর আগে ‘জব উই মেট’-এর সেই দৃশ্যটা মনে আছে? যেখানে রাতের রাতলাম স্টেশনে ট্রেন মিস করার পর দোকানে জলের বোতল কিনতে গিয়েছিলেন গীত। কিন্তু দোকানদার বোতলের দাম ২ টাকা বেশি চাওয়ায় রেগে গিয়ে ঝগড়াই বাধিয়ে বসেছিলেন। তবে সে তো মাত্র দু’টাকা বেশি। গীত যদি শুনতেন এক বোতল জলের দাম ৩ হাজার টাকার কাছাকাছি! তা হলে ভাবুন তো কী অবস্থাটাই না হত?

Advertisement

কিন্তু সতিই এই জলের দাম এমনই আকাশছোঁয়া! এভিয়ান কোম্পানির এই জলের বোতলটি দেখতে কিন্তু নিতান্তই সাদামাটা। লাল রঙের ঢাকনাওয়ালা সাদা প্লাস্টিকের বোতল। তাতে রয়েছে মাত্র ৭৫০ মিলি লিটার জল। এরই দাম প্রায় ৩ হাজার! এক ডজন বোতলের একটি প্যাক কিনলে মোট দাম পড়বে ৩৪,১০৯ টাকা। সে ক্ষেত্রে থাকবে ইএমআই-এর সুবিধাও।

আরও পড়ুন: বোতলে জল খাওয়ার দিন শেষ, এ বার খান এইটা

Advertisement

মাসে মাসে ৩,০৪৬ টাকা ৫২ পয়সা করে ইএমআই দিয়ে কিনতে পারবেন এই জলের বোতল। এতেই শেষ নয়। ৩৪ হাজার খরচ করে জল কেনার পরেও ডেলিভারি চার্জ হিসাবে আপনাকে দিতে হবে আরও ৯০ টাকা!

কিন্তু কেন এত মহার্ঘ্য এই জল?

সংস্থার দাবি, ১৫ বছর ধরে বোতলের জলের প্রতিটি বিন্দু পরিস্রুত করে তারা। ১০০ শতাংশ প্রাকৃতিক এটি। পরিস্রুত করা হলেও কিন্তু এই জল প্রসেসড নয়। পাশাপাশি এতে প্রয়োজনীয় প্রাকৃতিক ইলেকট্রোলাইটসগুলোও থাকে এক্কেবারে যথাযথ মাত্রায়।

এক নজরে এভিয়ান কোম্পানি

• প্রধানত পরিস্রুত পানীয় জল তৈরির একটি ফরাসী কোম্পানি এই এভিয়ান

• তবে স্কিন কেয়ার সামগ্রী থেকে শুরু করে বিলাসবহুল রিসর্ট সবই রয়েছে এই কোম্পানির মালিকানায়

• এই মুহূর্তে ড্যানোন নামে একটি ফরাসি বহুজাতিক কোম্পানির অধীনে রয়েছে এভিয়ান

• হলি সেলিব্রিটিদের মধ্যে মারাত্মক জনপ্রিয় এই সংস্থার জলের বোতল

• শোনা গিয়েছে, ভারতে একমাত্র বিরাট কোহালিই এই কোম্পানির জল খান

• তবে এই বোতল খুব কম সংখ্যতেই তৈরি হয়

• অ্যামাজন, ইবে-র মতো বেশ কিছু অনলাইন সংস্থায় পাওয়ায় যায় এভিয়ান বোতল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement