ফাইল চিত্র।
কোভিড-১৯ অতিমারির বিরুদ্ধে এখন লড়াই চালাচ্ছে বিশ্বের প্রায় প্রতিটি দেশ। কিন্তু এই অতিমারির জেরেই গোটা বিশ্বে ‘ঘৃণার সুনামি’ শুরু হয়েছে বলে আজ সতর্ক করলেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস। বিভিন্ন রাষ্ট্রের নেতাদের কাছে তাঁর অনুরোধ, অবিলম্বে এই ঘৃণা ও বিদ্বেষের আবহ বন্ধ করতে হবে।
গুতেরেসের মতে, অতিমারির চেহারা নেওয়ার পর থেকেই অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় বিদেশি-ভীতি চেপে বসেছে বিভিন্ন দেশের মানুষের মধ্যে। কখনও কখনও সেই ঘৃণা বাস্তবে মানে রাস্তায়, পথে-ঘাটে মুসলিম বিদ্বেষেও পরিণত হচ্ছে। অবিলম্বে এই বিদ্বেষ বন্ধ করতে রাষ্ট্রগুলিকে উদ্যোগ নিতে বলেছেন গুতেরেস। তাঁর বক্তব্য, এই ভাইরাসের উৎপত্তি কোথায় তা নিয়ে ধন্দ রয়েছে। আর সেই সুযোগে শরণার্থী ও অভিবাসীরা ন্যূনতম চিকিৎসা পরিষেবাটুকু পাচ্ছেন না। গুতেরেসের কথায়, ‘‘সাংবাদিক, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী বা পুলিশ, যাঁরা এই সময়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজে বেরোচ্ছেন, তাঁদেরকে শুধুমাত্র তাঁদের পেশার জন্য ঘৃণার নিশানা করা হচ্ছে।’’
আরও পড়ুন: করোনা আবহে জন্মহারে শীর্ষে থাকবে ভারত