rani

Guiness Record: বিশ্বের সবথেকে ছোট গরু রানি, মৃত্যুর পর স্বীকৃতি গিনেসের

গত ১৯ অগস্ট মৃত্যু হয়েছে রানির। রানি বক্সার ভুট্টি গোত্রের গরু ছিল।

Advertisement

সংবাদ সংস্থা

ঢাকা শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২১ ১৬:৪২
Share:

বিশ্বের সবথেকে ছোট গরু রানি।

Advertisement

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠল রানির। বিশ্বের সবথেকে ছোট আকারের গরুর মর্যাদা পেয়েছে সে। তার মৃত্যুর এক মাস পর এল এই স্বীকৃতি।

গিনেসের তরফে মেল পাওয়ার পর স্বাভাবিক ভাবেই খুশি রানির মালিক মহম্মদ আবু সুফিয়ান। তিনি বলেছেন, ‘‘এই খবর জানার পর আমাদের খুব ভাল লাগছে। তবে রানি বেঁচে থাকলে আরও আনন্দ পেতাম।’’ যদিও সহজে এই স্বীকৃতি গিনেস কর্তৃপক্ষ দেননি বলে জানিয়েছেন সুফিয়ান। জন্মগত ভাবেই রানির আকার এ রকম কি না তা নিয়ে নিশ্চিত হতে চেয়েছিলেন গিনেস কর্তৃপক্ষ। এ ব্যাপারে সুফিয়ান বলেছেন, ‘‘গিনেস কর্তৃপক্ষকে আমরা রানির ময়নাতদন্তের রিপোর্ট পাঠিয়েছিলাম। কোনও হরমোন ইঞ্জেকশন বা কৃত্রিম ভাবে রানির আকৃতি খাটো করা হয়নি তা প্রমাণের জন্যই ওই রিপোর্ট পাঠানো হয়েছে।’’

গত ১৯ অগস্ট মৃত্যু হয়েছে রানির। বাংলাদেশের রানি বক্সার ভুট্টি গোত্রের গরু ছিল। তার ওজন ছিল মাত্র ২৮ কেজি এবং উচ্চতা ছিল ৫১ সেন্টিমিটার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement