Donald Trump

ঘর সাজানোর জন্য মিলবে ৮৪ লক্ষ! বেতন থেকে ভাতা, আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে কত কোটি টাকা পাবেন ট্রাম্প?

আমেরিকার সর্বময় কর্তাই হলেন সে দেশের প্রেসিডেন্ট। সর্বোচ্চ রাজনৈতিক ব্যক্তিত্বও তিনি। ফলে তাঁর বেতনও অন্যদের তুলনায় অনেকটাই বেশি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৪ ১৫:০৬
Share:

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

হোয়াইট হাউসের পথে আবারও ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে হেরে ‘সাদা বাড়ি’ ছাড়তে হয়েছিল তাঁকে। চার বছর পর ফের সেই বাড়িতেই প্রবেশাধিকার পেয়ে গেলেন ট্রাম্প। বিশ্বের সর্বশক্তিমান দেশের প্রেসিডেন্ট হিসাবে কত বেতন পাবেন তিনি? ভোগ করবেন কী কী সুযোগ-সুবিধা?

Advertisement

আমেরিকার সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টই দেশের সর্বময় কর্তা। ফলে তাঁর বেতনও অন্যদের তুলনায় অনেকটাই বেশি। যেখানে আমেরিকার সাধারণ নাগরিকদের গড় বার্ষিক বেতন ভারতীয় মুদ্রায় ৩৭.৪১ লক্ষ টাকা, সেখানে প্রেসিডেন্টের বার্ষিক বেতন কোটিতে। ভারতীয় মুদ্রায় যা প্রায় তিন কোটি ৩৬ লক্ষ।

শুধু বেতন নয়, আমেরিকার প্রেসিডেন্ট খরচের জন্য আলাদা ভাতাও পান। এ ছাড়াও বিনোদন এবং ভ্রমণের জন্য আলাদা আলাদা অর্থব্যয় করা হয় তাঁর জন্য। প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্প বার্ষিক অন্যান্য খরচ বাবদ পাবেন ৪২ লক্ষ টাকা। বিনোদন এবং ভ্রমণের জন্য খরচ বাবদ পাবেন যথাক্রমে ৮৪ লক্ষ এবং ১৬ লক্ষ টাকা। সব মিলিয়ে ট্রাম্পের জন্য আমেরিকার কোষাগার থেকে বরাদ্দ করা হবে বছরে ৪ কোটি ৭৮ লক্ষ টাকা।

Advertisement

এখানেই শেষ নয়, বিজ়নেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর হোয়াইট হাউসকে নিজের পছন্দ মতো সাজানোর জন্য প্রায় ৮৪ লক্ষ টাকা পাবেন। তবে বারাক ওবামার মতো অনেকেই সেই অর্থ ব্যয় করেননি। তার পরিবর্তে নিজের তহবিল থেকে খরচ করে হোয়াইট হাউস সাজিয়েছিলেন।

এ ছাড়াও, যাতায়াতের জন্য পাবেন বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি। লিমুজ়িন, মেরিন ওয়ান, এয়ার ফোর্স ওয়ান, দ্য বিস্টের মতো গাড়ি ও বিমানের ব্যবস্থা থাকবে। নিরাপত্তার দিক থেকে যা বিশ্বে শ্রেষ্ঠ বলেই গণ্য হয়। বার্ষিক পেনশন হিসাবে বছরে দেড় কোটি টাকার বেশি পেয়ে থাকেন আমেরিকার প্রেসিডেন্ট। পাশাপাশি, আজীবন বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবাও মিলবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement