Viral

Prank: বিমানে ওঠার ঠিক আগে স্যুটকেসের ভিতর থেকে আওয়াজ, তার মধ্যে কী ভরেছেন যাত্রী?

এই আওয়াজ বোমার, নাকি অন্য কিছুর? স্যুটকেসের ভিতর খুঁজতেই মিলল আওয়াজের সূত্র।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২২ ১৪:৫৪
Share:

স্যুটকেসের ভিতর থেকে বার করার মুহূর্ত ছবি: টুইটার

বিমানে ওঠার ঠিক আগে স্যুটকেসের ভিতর থেকে অদ্ভুত আওয়াজ। চমকে উঠলেন আশপাশে থাকা যাত্রীরা। এই আওয়াজ বোমার, নাকি অন্য কিছুর? স্যুটকেসের ভিতর খুঁজতেই মিলল আওয়াজের সূত্র। ভিতর থেকে বার হল একটি স্পিকার।

Advertisement

কয়েক জন বন্ধু মিলে ঘুরতে যাচ্ছিলেন। সেই বন্ধুর দলেরই কেউ মজা করতে স্যুটকেসের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন এই স্পিকারটি। শুধু তাই নয়, স্পিকারে বাজতে থাকে অস্বস্তিকর আওয়াজ। বন্ধুকে বিড়ম্বনায় ফেলতে পর্ন ছবিতে ব্যবহৃত নারীকণ্ঠের শীৎকারধ্বনিকেই বেছে নিয়েছিলেন তাঁরা।

প্রথমে বুঝতে না পারলেও পরে যথেষ্ট লজ্জায় পড়েন তিনি। সঙ্গে সঙ্গেই স্পিকারটি বন্ধুকে ফেরত দেন। সেই সময়ে সেই ব্যক্তির আশপাশে থাকা যাত্রীরা ঘটনাটিকে মজার খোরাক হিসেবেই উপভোগ করেন।

বন্ধুদের মধ্যে একজন আবার এই মজার ঘটনাটি ভিডিয়ো করে নেটমাধ্যমে আপলোড করেন। প্রায় ৩১ লক্ষ মানুষ এই ভিডিয়োটি দেখেছেন।

নেটাগরিকদের অনেকেই এই ভিডিয়ো দেখার পর বলেছেন, তাঁরাও তাঁদের বন্ধুদের সঙ্গে এই রকমের তামাশা করতে চান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement