(বাঁদিকে) চন্দ্রকান্ত পণ্ডিত এবং অজিঙ্ক রাহানে (ডান দিকে)। ছবি: এক্স (টুইটার)।
মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারের পর কলকাতা নাইট রাইডার্স শিবিরে অশান্তির আঁচ। ব্যাটিং অর্ডার নিয়ে এক রকম অসন্তোষ প্রকাশ করলেন রমনদীপ সিংহ। কত নম্বরে ব্যাট করতে চান, তাও জানিয়ে দিয়েছেন কেকেআর অলরাউন্ডার।
পুরনো দল মুম্বইয়ের বিরুদ্ধে সোমবার ন’নম্বরে ব্যাট করতে নেমেছিলেন রমনদীপ। চাপের মুখে দু’টি ছয়ের সাহায্যে ১২ বলে ২২ রান করেন তিনি। তবে এত পড়ে ব্যাট করতে নামতে ইচ্ছুক নন তিনি। দেশের হয়ে দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা ক্রিকেটার ম্যাচের পর জানিয়েছেন ব্যাটিং অর্ডার নিয়ে নিজের ইচ্ছার কথা।
ম্যাচের পর সংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এক প্রশ্নের উত্তরে রমনদীপ বলেছেন, ‘‘আমি ওপেন করতে চাই। সব সময় চেষ্টা করি উপরের দিকে ব্যাট করতে।’’ তবে কি কেকেআরে আপনার ব্যাটিং অর্ডার নিয়ে খুশি নন? রমনদীপ বলেছেন, ‘‘আমাদের দলের একটা গঠন আছে। দল যেখানে বলবে, আমি সেখানেই ব্যাট করার জন্য তৈরি। ব্যাট হাতে দলকে জেতানোই আমার এক মাত্র লক্ষ্য।’’ আইপিএল ওপেন করার সুযোগ পাচ্ছেন না বলে কোনও আক্ষেপ নেই রমনদীপের। তবে নিজের ইচ্ছার কথা কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং অধিনায়ক অজিঙ্ক রাহানেকে জানিয়ে রেখেছেন রমনদীপ।
কেকেআর আইপিএলের প্রথম তিন ম্যাচের দু’টি হেরে গেলেও চিন্তিত নন রমনদীপ। তাঁর যুক্তি পূর্ণ নিলামের পর দল নতুন ভাবে তৈরি হয়েছে। এখনও সঠিক প্রথম একাদশ বেছে নেওয়া যায়নি। সব দলেরই এই সমস্যা রয়েছে। দ্রুত এই সমস্যার সমাধান নিয়েও আশাবাদী কেকেআরের ক্রিকেটার।