ফাইল চিত্র।
মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হার মানলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। শুক্রবার সকালে গুলিবিদ্ধ হন শিনজো। পশ্চিম জাপানের নারা শহরে বক্তৃতা পেশের সময় আচমকা গুলি চালানো হয়। তাঁর বুকে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু, চিকিৎসকদের সব চেষ্টা শেষমেশ ব্যর্থ হয়ে গেল।
তাঁর বয়স হয়েছিল ৬৭। জাপানের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ দিন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলেছেন শিনজো। ২০১২ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি।
সংবাদ সংস্থা সূত্রে খবর, শুক্রবার জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা নাগাদ এক কর্মসূচিতে বক্তৃতা দেওয়ার সময় শিনজোকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। কেউ কেউ দাবি করেন, গুলিবিদ্ধ হওয়ার পর হৃদ্রোগে আক্রান্ত হন শিনজো। প্রাক্তন প্রধানমন্ত্রীকে বাঁচাতে প্রাণপাত লড়াই চালিয়েছেন চিকিৎসকরা। কিন্তু শেষ পর্যন্ত মৃত্যু হল শিনজোর।
টেটসুয়া ইয়ামাগামি নামে পশ্চিম জাপানের নারা শহরের বছর চল্লিশের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ওই ব্যক্তি তদন্তকারীদের জানিয়েছেন, শিনজোর প্রতি অসন্তুষ্ট ছিলেন তিনি। সে কারণেই তাঁকে হত্যার ছক কষেছিলেন। নিজের বানানো বন্দুক দিয়েই গুলি চালিয়েছেন তিনি। এমনকি, গুলি চালানোর পর পালানোরও চেষ্টা করেননি আততায়ী।