—ফাইল চিত্র
আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলায় গ্রেফতার হলেন পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী তথা পিএমএল(এন) নেতা খোয়াজা মহম্মদ আসিফ। দলের মুখপাত্র মরিয়ম ঔরঙ্গজেব সংবাদমাধ্যমকে জানান, গতকাল দলীয় বৈঠক সেরে বেরোনোর সময়েই আসিফকে গ্রেফতার করে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি বুরো (ন্যাব)। ন্যাবের অভিযোগ, তদন্তে সহযোগিতা করছিলেন না বলেই গ্রেফতার করা হয়েছে তাঁকে। যদিও বিরোধীদের দাবি, পাক প্রধানমন্ত্রী ইমরান খানের ধারাবাহিক সমালোচনার পাশাপাশি
তাঁর অপসারণের দাবি তোলার জেরেই এই ফল ভুগতে হল আসিফকে।
আজই তাঁকে আদালতে তোলা হবে জানিয়েছে ন্যাব।
ন্যাব বলছে, আসিফের হিসেব-বহির্ভূত ব্যাপক সম্পত্তির হদিস পেয়েছে তারা। আজই বিবৃতি দিয়ে সংস্থাটি জানিয়েছে, ‘‘ওয়ার্ক পারমিট নিয়ে ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত দুবাইয়ের বেশ কয়েকটি সংস্থায় আইনি পরামর্শদাতার কাজ করেছিলেন খোয়াজা আসিফ। সেই বাবদ প্রায় ১৪ কোটি টাকা রোজগারও করেছিলেন তিনি। ওই আয় সংক্রান্ত নথি জমার নির্দেশ সত্ত্বেও প্রাক্তন বিদেশমন্ত্রী তাতে সাড়া দেননি। তদন্তে সহযোগিতার জন্য বারবার অনুরোধ সত্ত্বেও তিনি কর্ণপাত করেননি। সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।’’
আরও পড়ুন: নতুন স্ট্রেনের মধ্যেই অক্সফোর্ডের টিকা ব্যবহারে অনুমতি দিল ব্রিটেন
আরও পড়ুন: অপুষ্টিতে মৃত্যুই কি ভবিষ্যৎ শামিমদের
ন্যাবের এই যুক্তি যদিও মানতে নারাজ প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তিনি আসিফের গ্রেফতারির কড়া নিন্দা করে বলেন, ‘‘এমন ঘটনা প্রমাণ করে যে সরকার ভয় পেয়েছে। তবে এ ভাবে বিরোধীদের কণ্ঠরোধ করা যাবে না। মানুষ এই অত্যাচারের দিনগুলো মনে রাখবেই।’’
‘প্রতিহিংসাপরায়ণ’ ইমরান সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন নওয়াজ-কন্যা মরিয়মও। তাঁর অভিযোগ, ‘‘নওয়াজ শরিফের বিরোধিতা করার জন্য খোয়াজা আসিফকে চাপ দিচ্ছিল পাক প্রশাসন। কিন্তু উনি তাতে রাজি না-হওয়াতেই তাঁর মতো এক জন প্রবীণ রাজনীতিবিদকে ভুয়ো মামলায় গ্রেফতার করা হল।’’