মোহাম্মদ নাসিম প্রয়াত

বাংলাদেশে শাসক জোট ‘১৪ দল’-এর মুখপাত্র এবং আওয়ামি লিগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম (৭২) শনিবার প্রয়াত হয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুন ২০২০ ০৪:৪৮
Share:

মোহাম্মদ নাসিম

বাংলাদেশে শাসক জোট ‘১৪ দল’-এর মুখপাত্র এবং আওয়ামি লিগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম (৭২) শনিবার প্রয়াত হয়েছেন। ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিহত জাতীয় চার নেতার অন্যতম এম মনসুর আলির ছেলে নাসিম। সিরাজগঞ্জ থেকে তিনি পাঁচ বারের সাংসদ ছিলেন। নাসিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরিক দলগুলির নেতারা। ১৯৯৬ থেকে আওয়ামি লিগ যত বারই ক্ষমতায় এসেছে, গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব পালন করেছেন নাসিম। গত মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা এই নেতা ১ জুন হাসপাতালে ভর্তি হন। তবে করোনাভাইরাসে তিনি আক্রান্ত হননি বলে রিপোর্টে জানা যায়। কিন্তু হাসপাতালেই মস্তিস্কে রক্তক্ষরণ হয়ে কোমায় চলে যান নাসিম। মারা যান শনিবার সকাল ১১টা নাগাদ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement