Afghanistan Crisis

Afghanistan Ghani: পালানোর সিদ্ধান্ত সবচেয়ে কঠিন, কাবুল ছাড়ার পর প্রথম বিবৃতি আশরফ গনির

গত মঙ্গলবার আফগানিস্তানে কার্যকরী সরকারের পদাধিকারীদের নাম ঘোষণা করে তালিবান। প্রধানমন্ত্রীর পদে বসতে চলেছেন মোল্লা মহম্মদ হাসান আখুন্দ।

Advertisement

সংবাদ সংস্থা

কাবুল শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২১ ১৯:৫৯
Share:

বিবৃতি জারি করে দেশ ছাড়ার ‘যুক্তি’ সাজালেন গনি। ফাইল চিত্র।

১৫ অগস্ট দেশ ছেড়ে পালিয়েছিলেন। তার পর থেকে তাঁর সম্বন্ধে কেবল রটনাই শোনা গিয়েছে। ২৩ দিন পর অবশেষে মুখ খুললেন আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট আশরফ গনি। টুইটারে লিখলেন, ‘জীবনের কঠিনতম সিদ্ধান্ত ছিল দেশ ছেড়ে যাওয়া।’

তালিবান সরকার ঘোষণা করেছে। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিবৃতি জারি করলেন সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট আশরফ গনি। বিবৃতিতে লিখেছেন, ১৫ অগস্ট দেশ ছাড়া ছিল জীবনের কঠিনতম সিদ্ধান্ত। কিন্তু দেশ ছাড়া ভিন্ন অন্য কোনও রাস্তা খোলা ছিল না আমার সামনে। গনি লিখেছেন, ‘বন্দুকের নলকে শান্ত রাখতে দেশ ছাড়ার সিদ্ধান্ত নেওয়া ছাড়া আমার উপায় ছিল না। আমি চাইনি গুলি চলুক, রক্ত ঝরুক।’

Advertisement

গত মঙ্গলবার আফগানিস্তানে কার্যকরী সরকারের পদাধিকারীদের নাম ঘোষণা করে তালিবান। প্রধানমন্ত্রীর পদে বসতে চলেছেন মোল্লা মহম্মদ হাসান আখুন্দ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement