ফ্লোরিডার ফোর্ট লডারডেল বিমানবন্দরে ধৃত বন্দুকবাজের মানসিক সুস্থতা পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ওই বন্দুকবাজের নাম এস্তাবেন সান্তিয়াগো (২৬)।
এই হামলার পিছনে কী কারণ তা তদন্তকারীদের কাছে এখনও স্পষ্ট নয়। তবে এস্তাবেন অনেক দিন ধরেই মানসিক অসুস্থতায় ভুগছেন বলে ধারণা তাঁদের। পুলিশের দাবি, গত বছর নভেম্বর মাসে আলাস্কার অ্যাঙ্করেজের এফবিআই অফিসে এসেছিলেন এস্তাবেন। সেখানে এফবিআই অফিসারদের জানিয়েছিলেন, আইএসের হয়ে লড়াই করার জন্য এক মার্কিন গোয়েন্দা সংস্থা তাঁকে নির্দেশ দিয়েছে। তখনই তাঁকে মানসিক চিকিৎসকের সাহায্য নিতে বলা হয়। ফোর্ট লডারডেলে হামলা চালিয়ে ধরা পড়ার পরেও এস্তাবেনের কথায় অসঙ্গতি থাকায় স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে এফবিআই। তাঁর পরিবারের লোকজনের সঙ্গেও কথা বলা হয়।
গত বছর অগস্ট মাসে এস্তাবেনের কাজকর্ম দেখে তাঁকে ন্যাশনাল গার্ড বাহিনী থেকে সরিয়ে দেওয়া হয়। আলাস্কা ন্যাশনাল গার্ডের মুখপাত্রের কথায়, এই বাহিনীতে যোগদানের আগে এস্তাবেন সেনার রিজার্ভ বাহিনীতে কাজ করেছেন। মোতায়েন ছিলেন ইরাকে। সেনায় ভাল কাজ করায় সম্মানও পেয়েছেন তিনি।
তদন্তকারীদের এস্তাবেন বলেন, ‘‘অদৃশ্য কণ্ঠ আমাকে হামলা চালাতে বলেছিল।’’