Sukanta Majumdar

বিজেপি করলে তবেই কি কেন্দ্রীয় যোজনার টাকা? সদস্য সংগ্রহ করতে গিয়ে ‘বেফাঁস’ সুকান্ত মজুমদার

সোমবার পূর্ব বর্ধমানের কালনা শহরের পুরোশ্রী হলে অনুষ্ঠিত দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন সুকান্ত। দলীয় কর্মসূচির পাশাপাশি ছিল সদস্য সংগ্রহ অভিযানও। সেই কর্মসূচিতে গিয়ে ‘বেফাঁস’ মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৪ ২৩:৪২
Share:

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। —ফাইল ছবি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনে বাংলায় এসে দলকে এক কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা দিয়ে গিয়েছেন। হাতে সময় মাত্র এক মাস। সেই লক্ষ্য পূরণে মাঠে নেমে পড়েছেন রাজ্য বিজেপির নেতারা। সেই কর্মসূচিতে গিয়ে এ বার ‘বেফাঁস’ মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দলের নেতাদের উদ্দেশে তিনি বলেন, “পাড়ার লোকদের বলুন বিজেপির সদস‍্য হওয়ার জন্য। তারা বলবে কেন করব? মহিলাদের বোঝান যদি অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকা পেতে চান বিজেপির মেম্বারশিপ ফর্ম ফিলাপ করুন।” এর পাশাপাশি রাজ্যে আইনশৃঙ্খলার সমালোচনা করে সুকান্ত বলেন, “মুখ্যমন্ত্রী পুলিশকে তৃণমূলের চাকরে পরিণত করেছেন। পশ্চিমবঙ্গ পুলিশের এখন এক পয়সাও দাম নেই। গোটা পশ্চিমবঙ্গ পুলিশ এখন ট্র্যাফিক পুলিশ হয়ে গিয়েছে।” তাঁর এই মন্তব্যের সমালোচনা করে পাল্টা বিজেপিকে বাংলা-বিরোধী বলে তোপ দেগেছেন তৃণমূল নেতৃত্ব।

Advertisement

সোমবার পূর্ব বর্ধমানের কালনা শহরের পুরোশ্রী হলে অনুষ্ঠিত দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন সুকান্ত। দলীয় কর্মসূচির পাশাপাশি ছিল সদস্য সংগ্রহ অভিযানও। সুকান্ত ছাড়াও রাজ্য ও জেলা স্তরের অনেক বিজেপি নেতা এই কর্মসূচিতে যোগ দেন। সেখানেই সুকান্ত বলেন, “বাড়ি বাড়ি গিয়ে, পাড়ার লোককে বলতে হবে, ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ গ্রহণ করুন। তখন তাঁরা জিজ্ঞেস করবেন কেন করব? তাঁদের বলুন যে, তা হলেই নরেন্দ্র মোদীর সরকার তৈরি হবে। মহিলাদের বোঝান যদি অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকা পেতে চান তা হলে বিজেপির মেম্বারশিপের ফর্ম ফিলাপ করুন।” ‘অন্নপূর্ণা যোজনা’য় মাসে মহিলাদের তিন হাজার টাকা করে দেবে বলে লোকসভা নির্বাচনের আগে প্রচার করে বিজেপি। রাজ্যে তারা ক্ষমতায় এলেই প্রকল্পটি শুরু হবে বলে দাবি বিজেপি নেতৃত্বের।

সুকান্তের মন্তব‍্যের প্রেক্ষিতে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি শুনেছি বিজেপির রাজ্য সভাপতি কী বলেছেন। এঁরা মন্ত্রী? এঁরা নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা আলোকিত করে থাকেন। ছিঃ ছিঃ ছিঃ।” তিনি আরও বলেন, “বাংলায় তো মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দেন। কাউকে এটা তো বলা হয় না যে, তৃণমূলের সদস্যপদ নিলে তবেই লক্ষ্মীর ভান্ডার পাবেন। বিজেপি যত এ সব করবে বাংলার মানুষ তত ওদের ঘাড়ধাক্কা দিয়ে বাংলার বাইরে পাঠাবে।”

Advertisement

প্রসঙ্গত, ২০২৪-র লোকসভা ভোটের আগে তৃণমূলের লক্ষ্মীর ভাল্ডারের পাল্টা ‘অন্নপূর্ণা যোজনা’ প্রকল্পের ঘোষণা করে বিজেপি। এই প্রকল্পের আওতায় রাজ্যের মহিলাদের তিন হাজার টাকা করে দেবে বলে লোকসভা নির্বাচনের আগে জোর প্রচার শুরু করেছিল বিজেপি। রাজ্যে তাঁরা ক্ষমতায় এলেই প্রকল্পটি শুরু হবে বলে দাবি করেছিলেন বিজেপি নেতৃত্ব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement