Fish

Fish: মৎস্যজীবীর জালে উঠল ১৮০ কেজি ওজনের খুনে মাছ! ভিডিয়ো ভাইরাল

কম্বোডিয়ার মেকং নদীতে মাছটি ধরা পড়েছে। এটি বিরল প্রজাতির স্টিং রে মাছ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ মে ২০২২ ১৩:১৩
Share:

স্টিং রে। এই মাছই ধরা পড়েছে জালে। ছবি সৌজন্য টুইটার।

৪০ কিংবা ৫০ কেজি ওজনের মাছ ধরা পড়েছে, এমন ঘটনা মাঝেমধ্যেই শোনা যায়। কিন্তু এক মৎস্যজীবীর জালে ধরা পড়ল ১৩ ফুট লম্বা, ১৮০ কেজি ওজনের দানবাকৃতি একটি মাছ। যা নিয়ে হুলস্থুল পড়ে গিয়েছে।

Advertisement

কম্বোডিয়ার মেকং নদীতে মাছটি ধরা পড়েছে। এটি বিরল প্রজাতির স্টিং রে মাছ। শুধু তাই নয়, দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বড় স্বাদুজলের মাছ। যদিও মাছটিকে পরে নদীতে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন:

মেকং নদীতে প্রায় এক হাজার প্রজাতির মাছের বাস। রয়েছে বিরল প্রজাতির স্টিং রে-ও। মৎস্যবিজ্ঞানীরা জানাচ্ছেন, একটি স্টিং রে ৩০ ফুট লম্বা হতে পারে। ওজন প্রায় ৩০০ কেজির মতো হয়। যে হেতু এই মাছ বিপন্ন প্রজাতির, তাই বিশালাকৃতির মাছ ধরার পরেও ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্যজীবীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement