Fish

Fish: নদীতে ডুব দিয়ে মাছ ধরার সময় লাফিয়ে মুখে ঢুকে গেল আস্ত মাছ! তার পর…

এক প্রত্যক্ষদর্শীর দাবি, নদীতে ডুব দিয়ে হারপুনের সাহায্যে মাছ ধরছিলেন এক ব্যক্তি। একটি মাছকে নিশানা করে হারপুন ছোড়েন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

ব্যাঙ্কক শেষ আপডেট: ০২ জুন ২০২২ ১৫:৫৭
Share:

এই মাছটিই গলা থেকে বার করা হয়।

নদীতে ডুব দিয়ে মাছ ধরছিলেন। সেই সময় হঠাৎই লাফ দিয়ে মুখে ঢুকে গেল একটি আস্ত মাছ। সেটি ক্রমে শ্বাসনালীতে পৌঁছয়। দমবন্ধ হয়ে ছটছট করতে থাকেন ওই ব্যক্তি। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অস্ত্রোপচার করে সেই মাছ বার করেন চিকিৎসকরা।

ঘটনাটি ঘটেছে তাইল্যান্ডে। এক প্রত্যক্ষদর্শীর দাবি, নদীতে ডুব দিয়ে হারপুনের সাহায্যে মাছ ধরছিলেন এক ব্যক্তি। একটি মাছকে নিশানা করে হারপুন ছোড়েন তিনি। কিন্তু সেটি লক্ষ্যভ্রষ্ট হয়। সেই মাছটিই লাফিয়ে ওই ব্যক্তির গলায় ঢুকে যায়। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা স্ক্যান করতেই চমকে ওঠেন। তাঁরা দেখেন বিপজ্জনক ভাবে মাছটি শ্বাসনালীতে আটকে রয়েছে। দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

Advertisement

এক চিকিৎসক জানিয়েছেন, এ ধরনের ঘটনা এই প্রথম দেখছেন। বেশ কয়েক ঘণ্টার অস্ত্রোপচারে মাছটিকে বার করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement