taliban

Afghanistan: ‘জঙ্গিগোষ্ঠী’ তালিবানের উপর নিষেধাজ্ঞা জারি ফেসবুকের, সমর্থনে পোস্ট করলেই শাস্তি

ফেসবুক মুখপাত্র মঙ্গলবার জানান, ‘বিপজ্জনক সংগঠন’ সংক্রান্ত নিয়মাবলী মেনেই তালিবানের বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২১ ১৫:০৩
Share:

আফগানিস্তানে তালিবান বাহিনী। ছবি: সংগৃহীত।

আফগান তালিবানকে ‘জঙ্গিগোষ্ঠী’র তকমা দিয়ে নিষিদ্ধ ঘোষণা করল ফেসবুক। এই নীতি হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছেন।

ওই নেটমাধ্যমগুলিতে তালিবানের সমর্থনে সমস্ত রকম পোস্ট বা মন্তব্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যাঁরা তালিবানের সমর্থনে কোনও পোস্ট বা মন্তব্য করবেন, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপেরও কথাও জানানো হয়েছে ফেসবুকের তরফে।

Advertisement

ফেসবুক মুখপাত্র মঙ্গলবার জানান, ‘বিপজ্জনক সংগঠন’ সংক্রান্ত নিয়মাবলী মেনেই তালিবানের বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়েছে। তিনি বলেন, ‘‘আমরা গভীর ভাবে আফগানিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তালিবানের সমর্থনে করা পোস্টগুলি চিহ্নিত করে মুছে দেওয়া হবে। যে অ্যাকাউন্ট থেকে এমন পোস্ট করা হয়, সেটি নিষিদ্ধ করা হবে।’’ আফগানিস্তানে সক্রিয় তালিবান গোষ্ঠীগুলির হোয়াটসঅ্যাপ গ্রুপগুলির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার ঘোষণা করেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement