সুন্দর পিচাই। ফাইল চিত্র।
সুন্দর পিচাইয়ের উপর আস্থা নেই। জানিয়ে দিলেন সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের কর্মীরা। ইন্টারনেট সংস্থা অ্যালফাবেট আইএনসি-র অধীনে রয়েছে গুগল। প্রতি বছর সংস্থার কর্মীদের নিয়ে গুগলজাইস্ট সমীক্ষা হয়। সংস্থায় কাজ করে কর্মীরা কতটা সন্তুষ্ট, শীর্ষ নেতৃত্বের উপর আস্থা রয়েছে কি না, সংস্থার ভবিষ্যত্ নিয়ে আশাবাদী কি না, জানতে চাওয়া হয় ওই সমীক্ষায়।
এ বছরের শুরুতে তেমনই একটি সমীক্ষা করা হয়েছিল। ওই সমীক্ষায় দেখা গিয়েছে, সুন্দর পিচাইয়ের জনপ্রিয়তা, তাঁর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে সংস্থারই অন্দরে।
গুগলকে আরও দক্ষতার সঙ্গে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে পিচাইয়ের নেতৃত্বের উপর কতটা আস্থা রয়েছে? সমীক্ষায় এ বিষয়ে জানতে চাওয়া হলে ৭৪ শতাংশ কর্মীর কাছ থেকে ইতিবাচক উত্তর পাওয়া গিয়েছে। তবে এই হার গত বারের চেয়ে ১৮ শতাংশ কম। সমীক্ষায় আরও একটি বিষয় ছিল যেখানে পিচাইয়ের সিদ্ধান্ত ও রণকৌশল নিয়েও কর্মীদের কাছে জানতে চাওয়া হয়। এ ক্ষেত্রেও যে ইতিবাচক উত্তর মিলেছে, তা গত বারের তুলনায় অনেকটাই কম।
মোট ৮৯ শতাংশ কর্মী এই সমীক্ষায় অংশ নিয়েছিলেন। পিচাইয়ের নেতৃত্ব, রণকৌশল ও সিদ্ধান্তে কর্মীদের আস্থা প্রদর্শনের পাল্লা ভারী থাকলেও, একটা সংখ্যক কর্মীদের মধ্যে পিচাই সম্পর্কে কোথাও একটা ‘শূন্যতা’ তৈরি হচ্ছে। আর এই ‘শূন্যতা’কে কিন্তু একটা উদ্বেগজনক পরিস্থিতি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: টিকিট না থাকার অভিযোগ, ট্রেন থেকে টেনে-হিঁচড়ে নামানো হল গর্ভবতী কৃষ্ণাঙ্গকে
আরও পড়ুন: ২০০০ কোটির লটারি জিতলেন ট্রাক চালক!
গুগল তার কর্মীদের সমস্ত রকম সুবিধা দেখে। তা সে বিলাসবহুল কাজের পরিবেশ হোক, বেতন বা কর্মীদের স্বাচ্ছন্দ্য। বিশেষজ্ঞরা তাই বলছেন, সমীক্ষায় যে উদ্বেগজনক রিপোর্ট উঠে এসেছে এ রকম চলতে থাকলে বহু প্রতিভাবান ও উজ্জ্বল কর্মীকে হারাবে গুগল। এবং সেই ফায়দা নেবে অন্য প্রযুক্তি সংস্থাগুলি।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নৈতিক ব্যবহার এবং চুক্তিভিত্তিক কর্মীদের সুযোগ সুবিধা নিয়ে সংস্থার সঙ্গে একটা টানাপড়েন শুরু হয় গত বছরে। সেই সংঘাত প্রকাশ্যে চলে আসে। যৌন হেনস্থায় অভিযুক্ত আধিকারিকদের মোটা টাকা দিয়ে সংস্থা থেকে বিদায় দেওয়া হচ্ছে, এমনই একটি রিপোর্ট প্রকাশ্যে আসার পর কয়েক হাজার কর্মী প্রতিবাদে নামেন। বিশেষজ্ঞরা মনে করছেন, সম্প্রতি হওয়া এই সমীক্ষায় তারই একটা প্রভাব পড়েছে।
(সব গুরুত্বপূর্ণআন্তর্জাতিক খবরজানতে চোখ রাখুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)