Elon Musk

ইলনের অভিবাদনে কি নাৎসি-ছায়া

যে অভিবাদনের ছায়ায় আমেরিকায় ফ্যাসিবাদের উত্থানের ইঙ্গিত দেখছেন অনেকেই। ইলন অবশ্য সেই দাবি মানছেন না। এ দিকে, মাস্কের এই অভিবাদন নিয়ে আনন্দিত নব্য-নাৎসি সমর্থকরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ০৮:৪৩
Share:

ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ সভায় ধনকুবের ইলন মাস্কের সেই বিতর্কিত অভিবাদন। —রয়টার্স।

অতি উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়লেন টেসলা কর্ণধার ও আমেরিকান ধনকুবের ইলন মাস্ক। তাঁর বিরুদ্ধে উঠল নাৎসি কায়দায় অভিবাদনের (সিগ হেল) অভিযোগ। যে অভিবাদনের ছায়ায় আমেরিকায় ফ্যাসিবাদের উত্থানের ইঙ্গিত দেখছেন অনেকেই। ইলন অবশ্য সেই দাবি মানছেন না। এ দিকে, মাস্কের এই অভিবাদন নিয়ে আনন্দিত নব্য-নাৎসি সমর্থকরা।

Advertisement

সোমবার আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানেই দর্শকদের ধন্যবাদ জ্ঞাপন করার সময় ‘নাৎসি’ কায়দায় হাত ছুড়েছেন মাস্ক, অভিযোগ। ভিডিয়োয় দেখা যাচ্ছে, মাস্ক প্রথমে জনতাকে ধন্যবাদ দেন ট্রাম্পকে ফের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করার জন্য। তার পরে ডান হাত রাখেন বুকের উপর, বাঁ হাত শূন্যে ছুড়ে দেন। যার সঙ্গে মিল রয়েছে নাৎসি বাহিনীর অভিবাদনের বলে মনে করছেন অনেকে।

ভিডিয়ো ভাইরাল হতেই প্রবল সমালোচনার ঝড় ওঠে সমাজমাধ্যমে। আমেরিকান ইতিহাসবিদ ক্লেয়ার আউবিন দাবি করেন, মাস্কের অভিবাদনটির সঙ্গে ভীষণ ভাবে মিল রয়েছে ‘সিগ হেল’-এর। ইলন অবশ্য অভিযোগ উড়িয়ে সমাজমাধ্যমে লিখেছেন, “সকলেই হিটলার, এই অভিযোগ পুরনো হয়ে গিয়েছে।”

Advertisement


আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement