Elon Musk

Elon Musk: বেনামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে বন্ধুদের উপর নজর রাখেন ইলন মাস্ক

পুণের তথ্যপ্রযুক্তি বিশারদ প্রণয় পাথোলের দাবি, ইলন মাস্ক তাঁকে একটি গোপন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কথা জানিয়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ২৩ মে ২০২২ ২০:৪৮
Share:

ইলন মাস্ক। —ফাইল চিত্র।

চলতি মাসেই ভুয়ো অ্যাকাউন্টের সমস্যার কথা বলে টুইটার কেনার চুক্তি স্থগিত রাখার কথা ঘোষণা করেছিলেন তিনি। এ বার সেই ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধেই বেনামী অ্যাকাউন্টের অভিযোগ উঠল। পুণের তথ্যপ্রযুক্তি বিশারদ প্রণয় পাথোলের দাবি, মাস্ক তাঁর একটি গোপন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কথা জানিয়েছেন। প্রণয়ের ওই দাবির পরেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। গোপন অ্যাকাউন্টের সাহায্যে টেস্‌লা-কর্ণধার তাঁর পরিচিত কয়েক জনের উপর নজরদারি করছেন বলেও মাস্ক মেনে নিয়েছেন বলে প্রণয়ের দাবি!

Advertisement

প্রসঙ্গত, চলতি সপ্তাহেই মাস্কের বিরুদ্ধে তাঁরই সংস্থা স্পেস এক্সের এক মহিলা কর্মীকে যৌন লাঞ্ছনার অভিযোগ উঠেছিল। এর পর টুইটারে টেসলার কর্মখালির বিজ্ঞাপন দিয়ে ‘ট্রোলড’ হয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement