চিনে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি। ফাইল চিত্র।
ভূমিকম্পে ২১ জনের মৃত্যু হল চিনে। সোমবার দক্ষিণ পশ্চিম চিনের সিচুয়ান প্রদেশে ৬.৬ মাত্রার তীব্র কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে চিনের স্থানীয় সংবাদ মাধ্যম। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সিচুয়ানের একটি পাহাড়ি শহরতলি লুডিং। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল ওই কম্পন-কেন্দ্র। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, কম্পনে ওই পাহাড়ি এলাকায় ধস নামতে শুরু করে। লুডিংয়ের আশপাশের গ্রাম এবং শহরগুলিও ক্ষতিগ্রস্ত হয়।
সোমবার ভারতীয় সময় সকাল সাড়ে ১০টা নাগাদ ভূমিকম্প হয়। সিচুয়ানে অবশ্য তখন সবে দুপুর। স্থানীয় সময় ১টা। তখনই কেঁপে ওঠে চারপাশ। চিনের সংবাদ মাধ্যম জানিয়েছে, কম্পন এতটাই তীব্র ছিল যে, অনেকে ভয় পেয়ে কাঁদতে শুরু করে। ভেঙে পড়ে বাড়ি, এমনকি সিচুয়ানের বহু বিদ্যুৎ কেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়। টেলি যোগাযোগও বিচ্ছিন্ন হয়। পাহাড়ি এলাকায় ধসেও ক্ষতিগ্রস্ত হয় বহু বাড়ি। বিকেল পর্যন্ত এই কম্পনে ২১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তবে এখনও অনেকেই নিখোঁজ বলে জানিয়েছে চিনের সংবাদ মাধ্যম।
কম্পন কেন্দ্র লু়ডিং হলেও সেখান থেকে ২২৬ কিলোমিটার দূরে সিচুয়ানের রাজধানী চেংডু এবং তার পাশে মেগা সিটি চোংকিংয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি। সংবাদ সংস্থা বিবিসি সূত্রে খবর, চেংডুতে গত কয়েকদিন ধরেই লকডাউন চলছিল। শহরের ২কোটি ১০ লক্ষ বাসিন্দাকে গত শুক্রবারই বাড়িতেই নিভৃতবাসে থাকার পরামর্শ দিয়েছিল প্রশাসন।