ছবি এপি।
বিপুল সংখ্যায় শরণার্থী সরানোর প্রক্রিয়া দ্রুত শুরু করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এমন ইঙ্গিতই দিয়েছেন তিনি। ট্রাম্পের হুঁশিয়ারির মুখে শরণার্থীদের পক্ষে কাজ করা আইনজীবীরা জানিয়েছেন, অফিসারেরা অভিযানে নামলে তাঁরাও তৈরি থাকবেন।
এ বারও অভিবাসন নিয়ে কড়া নীতিকে পাখির চোখ করে ২০২০ সালের প্রেসিডেন্ট পুনর্নির্বাচনে নামতে চাইছেন ট্রাম্প। শরণার্থী হটাতে অভিযান শুরুর তারিখ গত মাসে ফাঁস হয়ে যাওয়ায় তখনকার মতো অভিযান স্থগিত হয়ে যায়। তবে এ মাসে প্রেসিডেন্ট ইঙ্গিত দেন, ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস পেরিয়ে গেলেই যে কোনও সময়ে অভিযান শুরু হয়ে যাবে। হোয়াইট হাউসে তিনি বলেছেন, ‘‘ওরা খুব শীঘ্রই শুরু করবে। তবে আমি এটাকে অভিযান বলতে চাই না। আমরা লোকজন সরাতে চাইছি। সেই সব লোক, যারা আমাদের দেশে গত কয়েক বছরে বেআইনি ভাবে ঢুকে পড়েছে।’’ মার্কিন অভিবাসন এবং শুল্ক দফতর (আইসিই) গত মাসে জানিয়েছিল, তাদের অভিযানের লক্ষ্য হবে সেই সব লোক, যারা অনথিভুক্ত শরণার্থী হিসেবে সম্প্রতি আমেরিকায় এসেছে। মধ্য আমেরিকা থেকে শয়ে শয়ে পরিবার দক্ষিণ-পশ্চিম সীমান্ত দিয়ে আমেরিকা প্রবেশের চেষ্টা করছে। মূলত তাদের উৎসাহ কমাতেই অভিযান। পরে আইসিই একটি বিবৃতিতে জানিয়েছে, ‘অতীতে যাদের অপরাধের রেকর্ড রয়েছে, তাদের মূলত গ্রেফতার করা হবে। তবে মার্কিন আইন লঙ্ঘন করে যারা এ দেশে ঢুকেছে, তাদেরও গ্রেফতারের মুখ পড়তে হবে।’
শরণার্থীদের পক্ষে কাজ করা আইনজীবীরা পাল্টা বিবৃতিতে জানিয়েছেন, ‘আইসিই অতীতে যে সব অভিযান চালিয়েছে, তাতে মূল লক্ষ্য যারা, তার বদলে শুধু অনথিভুক্ত শরণার্থীরাই ‘লাগামছাড়া’ গ্রেফতারের মুখোমুখি হয়েছে।’’