ক্ষেপণাস্ত্র চুক্তিতে ডোনাল্ড ট্রাম্প কি দিল্লিকেও চান?

সোভিয়েত জমানার পরমাণু ক্ষেপণাস্ত্র চুক্তি থেকে সদ্য সরে এসেছে আমেরিকা ও রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বার চান নতুন চুক্তি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০১:১৮
Share:

—ছবি এপি।

জল্পনাটা উস্কে দিয়েছে তাঁর বক্তৃতা। তা হল, ডোনাল্ড ট্রাম্প কি রাশিয়ার পাশাপাশি ভারত ও পাকিস্তানকেও নতুন এক পরমাণু ক্ষেপণাস্ত্র চুক্তিতে শামিল করতে চান?

Advertisement

সোভিয়েত জমানার পরমাণু ক্ষেপণাস্ত্র চুক্তি থেকে সদ্য সরে এসেছে আমেরিকা ও রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বার চান নতুন চুক্তি। শুধু রাশিয়ার সঙ্গে নয়। চিন ও আরও কয়েকটি দেশের সঙ্গে। মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে জাতির উদ্দেশে বার্ষিক বক্তৃতায় ট্রাম্প তাঁর এই ইচ্ছার কথা জানিয়েছেন গত কাল। সরাসরি ভারতের নাম নেননি। তবে সোভিয়েত জমানার চুক্তিটি ছিল হাজার থেকে পাঁচ হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে। ভারতের পৃথ্বী ও অগ্নি গোত্রের কিছু ক্ষেপণাস্ত্রের পাল্লা এর মধ্যে পড়ে। পাকিস্তানের বাবর, শাহিন বা ঘাউরি ক্ষেপণাস্ত্রও তা-ই। তাতেই জল্পনা শুরু হয়েছে, আরও কয়েকটি দেশ বলতে ভারত বা পাকিস্তানকেও সম্ভবত তালিকায় রাখছেন ট্রাম্প।

ভারতের কাছে প্রাসঙ্গিক আরও একটি বিষয় বক্তৃতায় তুলেছেন ট্রাম্প। তাঁর বক্তব্য, ‘‘মার্কিন পণ্যে কোনও দেশ অন্যায্য শুল্ক চাপালে আমরাও তাদের ওই পণ্যে একই হারে শুল্ক চাপাব আমাদের বাজারে।’’ চিনের পাশাপাশি ভারতের শুল্ক হার নিয়ে উষ্মা রয়েছে ট্রাম্পের। এক সময়ে ভারতকে ‘শুল্কের রাজা’ তকমা দিয়েছেন তিনি। গত নভেম্বরে কৃষিপণ্য থেকে হাতে বোনা তাঁতের জিনিস— মার্কিন বাজারে অন্তত ৫০টি ভারতীয় পণ্য বিনাশুল্কে বিক্রির সুবিধা ফিরিয়ে নিয়েছে তাঁর প্রশাসন। এ কারণে মনে করা হচ্ছে, ট্রাম্পের এই দফার শুল্ক-হুমকির অন্যতম নিশানা ভারতও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement