USA Presidential Election

ক্ষমতায় ফিরলে আমেরিকায় সব চেয়ে বড় অভিযান হবে, অবৈধ অভিবাসী নিয়ে হুঁশিয়ারি ট্রাম্পের

সম্প্রতি আইএস জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগ রয়েছে এমন কয়েক জনকে আমেরিকায় গ্রেফতার করা হয়েছে। যা নিয়ে সে দেশের রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে। ট্রাম্পের কটাক্ষ, এখন দেশের যা ভয়ানক অবস্থা আগে কখনই তা হয়নি। হাজার হাজার জঙ্গি আমেরিকায় ঢুকে পড়ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৬ জুন ২০২৪ ২১:০৭
Share:

—ফাইল ছবি।

চলতি বছরে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন রয়েছে। ভোটের প্রচারে অবৈধ অভিবাসীদের নিয়ে কড়া অবস্থানের কথা জানালেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী নির্বাচনে তিনি রিপাবলিকান প্রার্থিপদের দৌড়ে রয়েছেন। রবিবার মিশিগানের একটি সভায় তাঁর প্রতিশ্রুতি, ‘‘পুনরায় ক্ষমতায় এলে আমেরিকার ইতিহাসে সব চেয়ে বড় অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর অভিযান চলবে। দেশে কোনও কট্টরপন্থী ইসলামি সন্ত্রাসবাদী থাকবে না। সবাইকে বার করে দেওয়া হবে।’’

Advertisement

সব কিছু ঠিক থাকলে রিপাবলিকান পার্টি আগামী নভেম্বরে আমেরিকার প্রেসিডেন্ট পদে ট্রাম্পকে আবার প্রার্থী করছে। সেই মতো ট্রাম্পও প্রচারে নেমেছেন। এ বারে আবার তারা জয়ী হবেন বলে আত্মবিশ্বাসী ট্রাম্প। রবিবার তিনি বলেন, ‘‘নভেম্বরে প্রত্যেক ভোটারকে নিজেদের পছন্দ স্পষ্ট করতে হবে। তাঁদের কাছে দু’টি বিকল্প থাকবে। এক, হাজার হাজার উগ্র ইসলামী সন্ত্রাসবাদীকে সমর্থন করে দেশে ঢোকাবেন না কি, তাদের দেশ থেকে বার করে দেবেন। তবে ক্ষমতায় এলে প্রশাসনের প্রথম দিনে আমেরিকার ইতিহাসের সব চেয়ে বড় ফেরত (অবৈধ অভিবাসীদের) অভিযান চালাব। এটা আমি নিশ্চিত করে বলছি।’’

সম্প্রতি আইএস জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগ রয়েছে এমন কয়েক জনকে আমেরিকায় গ্রেফতার করা হয়েছে। যা নিয়ে সে দেশের রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে। তা নিয়ে জো বাইডেন প্রশাসনের উদ্দেশে প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের কটাক্ষ, এখন দেশের যা ভয়ানক অবস্থা আগে কখনই তা হয়নি। হাজার হাজার জঙ্গি আমেরিকায় ঢুকে পড়ছে। প্রসঙ্গত, অভিবাসন নীতি নিয়ে আগেও ট্রাম্পের মন্তব্য ঘিরে সমালোচনা হয়। গত এপ্রিলে আমেরিকার অভিবাসীদের ‘জীবজন্তু’ বলে তিনি মন্তব্য করেছিলেন। তাঁর কথায়, ‘তারা আমাদের দেশের রক্ত বিষাক্ত করছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement