২ দৈনিকের আর গ্রাহক নন ট্রাম্প

এ সপ্তাহের গোড়াতেই ট্রাম্প জানান, তিনি নিয়মিত দেখেন ফক্স নিউজ়। অন্য কোনও দৈনিক পড়ার তাঁর দরকার নেই কারণ সে সব খবরই ‘ভুয়ো’।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০১৯ ০১:৪৫
Share:

ফাইল চিত্র।

নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্ট— মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর গ্রাহক থাকছেন না এই দুই দৈনিকের। তিনি বলছেন, ওই দুই দৈনিকে যা পড়তে হয়, তা তাঁর পছন্দ নয়। হোয়াইট হাউসের মুখপাত্র স্টেফানি গ্রিশ্যাম বলেছেন, ‘‘আমরা আর ওই কাগজগুলির গ্রাহক থাকছি না। এটা ব্যয়সঙ্কোচের গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’’
এ সপ্তাহের গোড়াতেই ট্রাম্প জানান, তিনি নিয়মিত দেখেন ফক্স নিউজ়। অন্য কোনও দৈনিক পড়ার তাঁর দরকার নেই কারণ সে সব খবরই ‘ভুয়ো’। এই অভিযোগ ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই করে আসছেন। গ্রিশ্যাম জানান, ওই দু’টি দৈনিক ছাড়া ওয়াল স্ট্রিট জার্নালও হোয়াইট হাউস-সহ সব সরকারি দফতরে নেওয়া বন্ধ হচ্ছে। হোয়াইট হাউসের খবর-করা সাংবাদিকদের সংগঠনের সভাপতি জনাথন কার্ল বলেন, ‘‘প্রেসিডেন্ট পড়ুন বা না পড়ুন, নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্ট-এর পরিশ্রমী সাংবাদিকেরা তাঁদের কাজ করবেন। স্বাধীন সংবাদমাধ্যম থেকে মুখ ফেরালেই খবর উধাও হয়ে যায় না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement