ছবি পিটিআই।
করোনাভাইরাসের সংক্রমণ গোটা বিশ্বে ছড়িয়ে পড়ার জন্য একাধিক বার চিনকে দুষেছে আমেরিকা। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) চিনের প্রতি পক্ষপাতদুষ্ট বলেও অভিযোগ করেছে ট্রাম্প প্রশাসন। এই পরিস্থিতিতে ফের সুর চড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দিলেন, প্রয়োজনে চিনের সঙ্গে বাণিজ্য চুক্তি থেকে বেরিয়ে আসবে আমেরিকা।
প্রায় দু’বছর টানাপড়েন চলার পরে চিনের সঙ্গে বাণিজ্য চুক্তিতে সই করেছিল আমেরিকা। সেই চুক্তি অনুযায়ী, ওয়াশিংটনের কাছ থেকে ২০ হাজার কোটি ডলারের পণ্য কেনার কথা বেজিংয়ের। চলতি বছরের জানুয়ারি মাসে সই হওয়া সেই চুক্তি ঘিরেই এখন আশঙ্কার মেঘ। কারণ, চুক্তিতে এ-ও বলা রয়েছে যে, অতিমারি, মহামারি বা ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মতো কোনও ঘটনা ঘটলে, চিনের আর এত বিপুল পরিমাণ ক্রয়ের বাধ্যবাধকতা থাকবে না। আমেরিকা-চিন অর্থনীতি ও নিরাপত্তা পর্যবেক্ষণ কমিটির এক রিপোর্ট অনুযায়ী, কোভিড-১৯ অতিমারির কারণ দেখিয়ে এখন সেই ক্রয় বন্ধ রাখতে পারে চিন। আর সেখানেই আপত্তি জানিয়েছেন ট্রাম্প।
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)