Donald Trump

খিলজির ‘খলিবলিতে’ শুভেচ্ছা

ট্রাম্প-জুনিয়র গত ডিসেম্বরেও নিউ ইয়র্কে ভারতীয় বংশোদ্ভূতদের একটি অনুষ্ঠানে বলিউডের তুলনা টেনেছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২০ ০৪:৩৬
Share:

সেই ভিডিয়োর দৃশ্য।

বলিউড নিয়ে তাঁর প্রীতি নতুন নয়। এ বার তাঁর বাবা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইমপিচ-ফাঁড়া কাটিয়ে ওঠার পরে আনন্দ উদ্‌যাপনে ট্রাম্প জুনিয়র ফিরে গিলেন বলিউডেই। ‘পদ্মাবত’ ছবির ‘খলিবলি’ গানে রণবীর সিংহের (আলাউদ্দিন খিলজির ভূমিকায়) সেই ‘জনপ্রিয়’ নাচের দৃশ্যের ভিডিয়ো শেয়ার করা হয়েছে জুনিয়রের ফেসবুক পেজ থেকে। সেখানে রণবীরের নাচের তালে পা মেলাতে দেখা যাচ্ছে খোদ প্রেসিডেন্টকে! অর্থাৎ প্রেসিডেন্টের মাথা ‘সুপার-ইম্পোজ’ হয়েছে রণবীরের মাথার জায়গায়!

Advertisement

ট্রাম্প-জুনিয়র গত ডিসেম্বরেও নিউ ইয়র্কে ভারতীয় বংশোদ্ভূতদের একটি অনুষ্ঠানে বলিউডের তুলনা টেনেছিলেন। বলেছিলেন, ‘‘বাবা প্রেসিডেন্ট থাকাকালীন একটা অসাধারণ সময় চলছে।’’ জুনিয়র এর পরে বলেছিলেন, ‘‘আগামী বছরটা দারুণ কাটবে। বলিউডের মতোই, শুধু একটু নাচ কম থাকবে!’’

আরও পড়ুন: নদীতে আটকে পড়া মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ওরাংওটাং

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement