ছবি: এপি।
সব ঠিক থাকলে স্থানীয় সময়, আজ শুক্রবারই সেনেট-সঙ্কট কাটতে চলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। হাউস অব রিপ্রেজেন্টেটিভসের মতো এখানেও ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব পাশ করাতে কোমর বেঁধে নেমেছিলেন বিরোধী ডেমোক্র্যাটরা। সপ্তাহভর তাঁরা চেষ্টা চালিয়ে গিয়েছেন, কী ভাবে ট্রাম্পের প্রাক্তন নিরাপত্তা উপদেষ্টা জন বল্টনকে সাক্ষীর কাঠগড়ায় তোলা যায়। সে জন্য অন্তত চার জন রিপাবলিকানের সমর্থন প্রয়োজন ছিল। তিন জনের তরফে ইতিবাচক ইঙ্গিত মিললেও, চতুর্থ জন এখনও অধরাই! তাই এ যাত্রায় বড় স্বস্তি মার্কিন প্রেসিডেন্টের। রাস্তা পরিষ্কার আন্দাজ করে ট্রাম্পও ভোটের প্রচারে নেমে কটাক্ষ করা শুরু করলেন বিরোধীদের। হোয়াইট হাউসের দখল ধরে রাখতে ফের সুর চড়ালেন মেক্সিসো সীমান্তে প্রাচীর গড়া নিয়েও।
কাল সেনেটে সওয়াল-জবাব শেষে ডেমোক্র্যাট নেতা চাক শুমার কার্যত হার মেনেই স্বীকার করলেন, নতুন সাক্ষী বা প্রমাণ পেশ করার মতো প্রয়োজনীয় ৫১টি ভোট তাঁদের হাতে নেই। আর ডেমোক্র্যাটদের চতুর্থ বাজি রিপাবলিকান সেনেটর লামার আলেকজ়ান্ডারও জানালেন, প্রাথমিক শুনানি ও সওয়াল-জবাব শেষে অতিরিক্ত সাক্ষী বা নতুন নথিপত্রের কোনও প্রয়োজন তিনি দেখছেন না।
এর অর্থ, ডেমোক্র্যাটরা আজ অতিরিক্ত সাক্ষী চেয়ে ভোটের ডাক দিলে সেই প্রস্তাব পত্রপাঠ খারিজ হবে বলে মনে করছেন কূটনীতিকদের একাংশ। সে ক্ষেত্রে সেনেটের রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল প্রেসিডেন্টের ইমপিচ-অব্যাহতি চেয়ে চূড়ান্ত প্রস্তাব পেশ করতে পারেন। তা গৃহীত হলে ট্রাম্প নিজেই নিজেকে দায়মুক্ত ঘোষণা করতে পারবেন বলে মনে করা হচ্ছে।