US President Election 2024

হোয়াইট হাউস ছাড়া উচিত হয়নি! ভোটে হারার চার বছর পরেও আক্ষেপ ঘুচছে না ট্রাম্পের

আগামী চার বছরের জন্য ট্রাম্প হোয়াইট হাউসের বাসিন্দা হতে পারবেন কি না, আগামী মঙ্গলবার তা নির্ধারিত হবে। তার আগে চার বছর আগের স্মৃতি রোমন্থন করলেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৪ ১১:১১
Share:

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

চার বছর আগে অনিচ্ছা সত্ত্বেও হোয়াইট হাউস ছাড়তে হয়েছিল আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ফের হোয়াইট হাউস দখলের লড়াইয়ে নেমেছেন তিনি। ট্রাম্প আগামী চার বছরের জন্য হোয়াইট হাউসের বাসিন্দা হতে পারবেন কি না, তা নির্ধারিত হবে আগামী মঙ্গলবার। তার আগে চার বছর আগের ঘটনার স্মৃতি রোমন্থন করলেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী। জানালেন, ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে হারলেও তাঁর হোয়াইট হাউস ছাড়া উচিত হয়নি!

Advertisement

শেষ মুহূর্তের প্রচারে পেনসিলভেনিয়ায় গিয়েছিলেন ট্রাম্প। সেখানে একটি জনসভায় প্রাক্তন প্রেসিডেন্ট বলেন, “আমি যে দিন দায়িত্ব ছাড়লাম, সে দিন পর্যন্ত আমাদের দেশের ইতিহাসে সীমান্ত সবচেয়ে নিরাপদ ছিল। আমার ছাড়া উচিত হয়নি। আমরা খুব ভাল কাজ করেছিলাম।”

প্রসঙ্গত, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলকে ‘ভুয়ো’ বলে দাবি করেছিলেন ট্রাম্প। একের পর এক মামলাও ঠুকেছিলেন। ট্রাম্পের এই অনমনীয় মনোভাবের পরেই ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে অবস্থিত আমেরিকার আইনসভায় হামলা চালান হাজার হাজার উগ্র ট্রাম্প সমর্থক। এই সব কিছুর মধ্যে ওই মাসেই নতুন প্রেসিডেন্ট হিসাবে হোয়াইট হাউসে প্রবেশ করেন ডেমোক্র্যাটিক দলের নেতা জো বাইডেন।

Advertisement

সেই সময় যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ভোটের ফলপ্রকাশের আগেই নিজেকে বিজয়ী বলে ঘোষণা করে দিতে পারেন ট্রাম্প। এমনকি ওই প্রতিবেদনগুলিতে এমনও দাবি করা হয় যে, নিজের ঘনিষ্ঠদের ট্রাম্প জানিয়েছিলেন, তিনি হোয়াইট হাউসেই থাকছেন। এ বারেও পরাজয়ের সম্মুখীন হলে ট্রাম্প ফলাফলকে অস্বীকার করবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। ডেমোক্র্যাট শিবিরের অবশ্য বক্তব্য, তারা প্রস্তুতি নিয়ে রাখছে। ট্রাম্প আগেভাগে নিজেকে বিজয়ী বলে দাবি করলে সমাজমাধ্যমে ‘আসল সত্য’ তুলে ধরতে প্রস্তুতি সেরে রাখছে কমলা হ্যারিসের দল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement