Jammu And Kashmir

কাশ্মীর-মধ্যস্থতা করুন, ভারত সফরের আগে ট্রাম্পকে আর্জি পাকিস্তানের

স্ত্রী মেলানিয়াকে সঙ্গে নিয়ে সোমবার ভারতে পা রাখছেন ডোনাল্ড ট্রাম্প।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২০ ২০:১৭
Share:

ইমরান খান ও ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

কাশ্মীর নিয়ে দু’দেশের মধ্যে মধ্যস্থতা করতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এ বার সে ব্যাপারে পদক্ষেপ করুন তিনি। মার্কিন প্রোসিডেন্টে সফর ঘিরে ভারতে যখন তৎপরতা তুঙ্গে, ঠিক সেইসময় পাকিস্তানের তরফে এমনই দাবি উঠল।

Advertisement

স্ত্রী মেলানিয়াকে সঙ্গে নিয়ে সোমবার ভারতে পা রাখছেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা তাঁর। সেখানেই কাশ্মীর প্রসঙ্গ তুলে ধরতে তাঁকে আর্জি জানিয়েছেন পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র আয়েশা ফারুকি।

রবিবার সে দেশের সংবাদমাধ্যমে আয়েশা বলেন, ‘‘জম্মু-কাশ্মীরের মানুষ কী ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, আশা করি ট্রাম্পের সফরে সে কথা উঠে আসবে। একসময় কাশ্মীর নিয়ে নিজেই মধ্যস্থতা করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। আশাকরি এ বার সে ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ করবেন।’’

Advertisement

আরও পড়ুন: ট্রাম্পের ভারত সফরের দিনেই কাশ্মীরে স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত​

আরও পড়ুন: ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ বড়াই জিইয়ে রাখতে ফের বন্ধু হয়ে উঠতে পারেন মোদী​

জম্মু-কাশ্মীর দ্বিপাক্ষিক বিষয় এবং এ ব্যাপারে তৃতীয় কোনও পক্ষের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না বলেবরাবরই জানিয়ে আসছে নয়াদিল্লি। তার পরেও জম্মু-কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক মহলে সাউথ ব্লককে কোণঠাসা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ। ইমরান খান নিজেই এ ব্যাপারে ট্রাম্পের হস্তক্ষেপ চেয়েছেন একাধিক বার। মার্কিন প্রেসিডেন্টের ভারত সফরের আগে তাই ফের একবার পাকিস্তানের তরফে এমন দাবি উঠল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement