মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। —ছবি এএফপি।
চিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে নোভেল করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার পর্যন্ত চিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৬। নতুন করে আরও ১৩০০ আক্রান্তের খবর মিলেছে। এই পরিস্থিতিতে সংক্রমণ রুখতে বিভিন্ন শহরের বাসিন্দাদের কাছে নিজের শহর না ছাড়ার আর্জি জানিয়েছে চিনা প্রশাসন। চিনের সবচেয়ে বিপজ্জনক শহর উহান-সহ বেশ কয়েকটি শহর ইতিমধ্যেই ‘তালাবন্দি’। ট্রেন, বাস, বিমান এমনকি ফেরি পরিষেবাও বন্ধ। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশায় দিন গুনছেন কয়েক লক্ষ মানুষ। মঙ্গলবার স্কুল, কলেজে আরও সাত দিন ছুটি বাড়ানোর কথা ঘোষণা করেছে চিনা প্রশাসন।
এই পরিস্থিতিতে সংক্রমণ রুখতে কড়া বার্তা দিলেন চিনা প্রেসিডেন্ট শি চিনফিং। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে এক বৈঠকে তিনি বলেছেন, ‘‘করোনাভাইরাস নামের দৈত্যের সঙ্গে লড়ছে দেশ। একে কোনও ভাবে যেন আড়াল করা না হয়।’’
শুধু চিন নয়, রোজই নতুন নতুন দেশে খোঁজ মিলছে করোনাভাইরাসের। ১৬টি দেশে ৬০ জন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। মঙ্গলবার জার্মানি ও শ্রীলঙ্কায় প্রথম করোনাভাইরাস সংক্রমণের খবর মিলেছে। আমেরিকা, ফ্রান্স, কানাডা, সিঙ্গাপুর, নেপাল, তাইল্যান্ড, জাপান-সহ অন্য দেশে এই ভাইরাসের খোঁজ মিলেছিল আগেই। এই পরিস্থিতিতে ভাইরাস-বিধ্বস্ত চিনকে সাহায্যের বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার টুইট করে ট্রাম্প জানিয়েছেন, ‘‘ভাইরাস পরিস্থিতি নিয়ে আমরা চিনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি। যে কোনও পরিস্থিতিতে চিনের পাশেই রয়েছি।’’ আপাতত চিন সফর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে মার্কিন প্রশাসন। হুবেই প্রদেশে যাতায়াতে কড়া নিষেধ জারি করেছে প্রশাসন।