Elise Stefanik

‘ইজ়রায়েলের বন্ধু’ এলিস স্টেফানিককে রাষ্ট্রপুঞ্জে আমেরিকার দূতের পদে নিয়োগ করলেন ট্রাম্প

এলিসের পাশাপাশি টম হোমাননে আমেরিকার সীমান্ত নিরাপত্তা বিভাগের দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করেছেন ট্রাম্প। এর আগে ওভাল অফিসের ‘চিফ অফ স্টাফ’ পদে সুসি ওয়াইলসের নিয়োগ করেছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ১৬:৫৩
Share:

বাঁ দিকে এলিস স্টেফানিক, ডান দিকে ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

ওভাল অফিসের ‘চিফ অফ স্টাফ’ পদে সুসি ওয়াইলসের পরে এ বার রাষ্ট্রপুঞ্জে আমেরিকার রাষ্ট্রদূত পদে এলিস স্টেফানিক। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ নিয়োগের ক্ষেত্রেও এক মহিলাকে বেছে নিলেন ডোনাল্ড ট্রাম্প।

Advertisement

এলিসকে রাষ্ট্রপুঞ্জে পাঠানোর কথা ঘোষণা করে ট্রাম্প সমাজমাধ্যমে এক বিবৃতিতে বলেছেন, ‘‘আমার পরবর্তী প্রশাসনে রাষ্ট্রপুঞ্জে আমেরিকার রাষ্ট্রদূত হিসেবে কংগ্রেস সদস্য এলিস স্টেফানিককে মনোনয়ন দিতে পেরে আমি সম্মানিত বোধ করছি। এলিস একজন অবিশ্বাস্য ভাবে শক্তিশালী, অনমনীয় এবং চৌকস আমেরিকান। তিনি প্রথমসারির যোদ্ধা।’’

আমেরিকার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজ়েনটেটিভসে রিপাবলিকান পার্টির সদস্য ৪০ বছরের এলিসের ‘ইজ়রায়েলের বন্ধু’ হিসাবে পরিচিতি রয়েছে। তাঁকে রাষ্ট্রপুঞ্জে আমেরিকার প্রতিনিধি নিয়োগ করা ট্রাম্পের ‘তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত’ বলে মনে করছে রিপাবলিকান পার্টির একাংশ। রবিবার এলিসের পাশাপাশি টম হোমাননে আমেরিকার সীমান্ত নিরাপত্তা বিভাগের দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করেছেন ট্রাম্প।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement