Donald Trump

২০ জানুয়ারির মধ্যে বন্দিদের না-ছাড়লে মূল্য চোকাতে হবে হামাসকে! হুঁশিয়ারি ট্রাম্পের

ইজ়রায়েল-হামাস সংঘাতের প্রায় ১৪ মাস অতিক্রান্ত হলেও এখনও বন্দিমুক্তির বিষয়ে দুই পক্ষের মধ্যে কোনও ঐকমত্য হয়নি। বাইডেন প্রশাসন এই বিষয়ে কূটনৈতিক আলোচনা চালিয়ে গেলেও তা ফলপ্রসূ হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ ১২:১৬
Share:

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

দ্বিতীয় বার হোয়াইট হাউসে ঢোকার আগে হামাস নেতৃত্বের নাম না-করেই ‘মূল্য চোকানোর’ হুঁশিয়ারি দিয়ে রাখলেন আমেরিকার হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানালেন, কথার খেলাপ হলে প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠনটির উপর এমন আক্রমণ হানবেন যে, তা আমেরিকার ইতিহাসে লেখা থাকবে।

Advertisement

আগামী ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বভার গ্রহণ করবেন ট্রাম্প। সেই তারিখের দিকে ইঙ্গিত করে ট্রাম্প সমাজমাধ্যমে লেখেন, “যদি ২০২৫ সালের ২০ জানুয়ারির মধ্যে বন্দিদের ছাড়া না-হয়, তবে পশ্চিম এশিয়ায় যারা মানবতার বিরুদ্ধে লড়াই করছে, তাদের মূল্য চোকাতে হবে।”

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর ইজ়রায়েলে হামলা চালিয়েছিল প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠন হামাস। সেই হামলায় ১,২০৮ জনের মৃত্যু হয়। বেশ কয়েক জনকে যুদ্ধবন্দি করে নিয়ে যায় তারা। তার পর ইজ়রায়েল গাজ়া ভূখণ্ডে হামাসের বিরুদ্ধে অভিযান চালিয়ে গেলেও প্রায় ১০০ বন্দিকে এখনও ফেরাতে পারেনি বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। এই বন্দিদের কত জন জীবিত রয়েছেন, তা নিয়েও সংশয় রয়েছে।

Advertisement

ইজ়রায়েল-হামাস সংঘাতের প্রায় ১৪ মাস অতিক্রান্ত হলেও এখনও যুদ্ধবিরতি এবং বন্দিমুক্তির বিষয়ে দুই পক্ষের মধ্যে কোনও ঐকমত্য হয়নি। জো বাইডেন প্রশাসন এই বিষয়ে কূটনৈতিক আলোচনা চালিয়ে গেলেও তা খুব একটা ফলপ্রসূ হয়নি। এ বার কূটনীতির পথ ছেড়ে সরাসরি হুঁশিয়ারি দিয়ে রাখলেন ট্রাম্প।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement