আর দু’মাসও নেই। সরকারি ভাবে ২০ জানুয়ারি হোয়াইট হাউসে আসছেন মার্কিন প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্রের খবর, স্বামীর ঘর করতে এখনই ওয়াশিংটনে আসছেন না হবু মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। আপাতত তিনি থাকবেন নিউ ইয়র্কেই। তা হলে কারা আসছেন ট্রাম্পের সঙ্গে? তাঁর ক্যাবিনেটে কারা— আপাতত এ নিয়েই জোর জল্পনা মার্কিন মুলুকে। নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ছাড়া ট্রাম্পের মন্ত্রিসভায় এখনও পর্যন্ত ঘোষিত নাম মাত্র তিনটি—‘হোয়াইট হাউসের চিফ অব স্টাফ’ পদে রেইন্স প্রিবেস, প্রেসিডেন্টের মুখ্য মন্ত্রণাদাতা স্টিভ ব্যানন এবং রাষ্ট্রপু্ঞ্জে মার্কিন দূত নিকি হ্যালি। বাকি পদের নিয়োগ নিয়ে খোলসা করে তেমন কিছুই বলছেন না ট্রাম্প। মাঝেমাঝে দু’-একটা পছন্দের নাম ঘোষণা করে বোমা ফাটাচ্ছেন শুধু। হোয়াইট হাউসের জল তাই ঘোলাটেই! আর কিছু নাম ঘোরাফেরা করছে মার্কিন সংবাদমাধ্যমেরই সৌজন্যে।