Donald Trump

‘কোথায় এমন সাংবাদিক পান?’, কাশ্মীর নিয়ে প্রশ্ন করায় ইমরানকে বললেন ট্রাম্প

Advertisement

সংবাদ সংস্থা

নিউইয়র্ক শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৯ ২১:০৭
Share:

ইমরান খান ও ডোনাল্ড ট্রাম্পের বৈঠক। ছবি: টুইটার

সাংবাদিকদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ‘সঙ্ঘাত’ নতুন নয়। একাধিক বার এমন দৃশ্যের সাক্ষী থেকেছে গোটা দুনিয়া। এ বার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা চলাকালীন ইমরান খানের সঙ্গে পার্শ্ববৈঠকে উঠে এল সেই দৃশ্য। পাক প্রধানমন্ত্রীর সামনেই মার্কিন প্রেসিডেন্ট নিশানা করলেন পাকিস্তানি সাংবাদিকদের।

Advertisement

সোমবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার মাঝেই পার্শ্ববৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পাক প্রধানমন্ত্রী ইমরান খান। কাশ্মীর ইস্যু, আফগানিস্তানে শান্তি প্রক্রিয়া-সহ নানা বিষয়ে আলোচনা হয় দুই রাষ্ট্রনেতার মধ্যে। পরে যৌথ সাংবাদিক বৈঠকে পাক সাংবাদিকদের প্রশ্নে দৃশ্যতই ক্ষিপ্ত হয়ে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট।

কী ঘটেছিল সেই সময়ে? এক পাকিস্তানি সাংবাদিক কাশ্মীর পরিস্থিতি নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করেন। তখনই ক্ষোভ প্রকাশ করেন তিনি। ইশারায় ইমরান খানকে দেখিয়ে তিনি সাংবাদিককে জিজ্ঞাসা করেন, ‘‘আপনি কি এঁর দলে? বিবৃতি দিচ্ছেন, কোনও প্রশ্ন করছেন না।’’ ট্রাম্পের এমন প্রতিক্রিয়ার পরেও অবশ্য থামেননি ওই পাক সাংবাদিক। কাশ্মীরে ‘মানবাধিকার লঙ্ঘন’-এর অভিযোগ তুলে ট্রাম্পকে মন্তব্য করতে চাপ দিতে থাকেন তিনি। আর তাতে আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন ট্রাম্প। ইমরান খানের দিকে ঘুরে তিনি প্রশ্ন করেন, ‘‘এই সব সাংবাদিকদের কোথায় পান?’’

Advertisement

আরও পড়ুন: মূর্তিভাঙা, ভাষা, এনআরসি: বিদ্যাসাগরের ভিটেয় দাঁড়িয়ে বিজেপিকে ‘ত্রিশূলে’ বিঁধলেন মমতা

আরও পড়ুন: অগম্য নয় সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র, এ বার সিয়াচেনে যাওয়ার অনুমতি দেবে সেনা

ইমরানের দিকে যখন ঘুরে ট্রাম্প পাক সাংবাদিকদের নিয়ে ক্ষোভ ব্যক্ত করছেন তখন অবশ্য তসবি জপতে দেখা গিয়েছে পাক প্রধানমন্ত্রীকে। সংবাদ মাধ্যম নিয়ে ট্রাম্পের এমন কড়া প্রতিক্রিয়া নতুন নয়। এর আগেও বহু বার প্রকাশ্যেই সাংবাদিকদের নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। অভিযোগ করেছেন, ‘‘ডেমোক্র্যাটরা নয়, আমাদের প্রকৃত শত্রু ভুয়ো খবর প্রচারকারী সংবাদমাধ্যম।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement