Domino’s Australia

ভ্যালেন্টাইন্স ডে-তে পিৎজা প্রেমীদের জন্য অপেক্ষা করছে সাড়ে ছ’লাখ টাকার উপহার!

যে উপহারটির কথা ঘোষণা করা হয়েছে ডমিনোজের অস্ট্রেলিয়া শাখার তরফে, সেটি একটি এনগেজেন্ট রিং। দেখতে ঠিক এক টুকরো পিৎজার মতো। ১৮ ক্যারাট সোনার আংটিতে প্রায় এক ক্যারাট হিরে বসানো রয়েছে। দাম ন’হাজার মার্কিন ডলার, ভারতীয় মু্দ্রায় প্রায় ছ’লাখ ৪০ হাজার টাকা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২০ ১৯:৪৯
Share:

ডমিনোজ অস্ট্রেলিয়ার ফেসবুক পেজ থেকে নেওয়া ছবি।

এই ভ্যালেন্টাইন্স ডে-তে আপনার কি পিৎজা খাওয়ার কোনও প্ল্যান আছে? না থাকলেও আপনিও জিতে নিতে পারেন ডমিনোজের প্রায় সাড়ে ছ’লাখ টাকার উপহার। যা আবার আপনি সঙ্গীর আঙুলে পরিয়ে দিতে পারবেন।

Advertisement

ডমিনোজের তরফে ঘোষণা করা হয়েছে, ভ্যালেন্টাইন্স ডে-তে এক সৌভাগ্যবান পিৎজা প্রেমী এই উপহার জিতে নিতে পারেন। তার জন্য একটি ৩০ সেকেন্ডের ভিডিয়ো আপলোড করতে হবে। সেখানে জানাতে হবে, ‘কী ভাবে আপনি আপনার রোমান্টিক এনগেজমেন্টে ডমিনোজ পিৎজাকে অন্তর্ভুক্ত করতে চান’।

যে উপহারটির কথা ঘোষণা করা হয়েছে ডমিনোজের অস্ট্রেলিয়া শাখার তরফে, সেটি একটি এনগেজেন্ট রিং। দেখতে ঠিক এক টুকরো পিৎজার মতো। ১৮ ক্যারাট সোনার আংটিতে প্রায় এক ক্যারাট হিরে বসানো রয়েছে। দাম ন’হাজার মার্কিন ডলার, ভারতীয় মু্দ্রায় প্রায় ছ’লাখ ৪০ হাজার টাকা।

Advertisement

আরও পড়ুন: ‘অজ্ঞাত ব্যক্তির কাছে চলে গিয়েছে ব্যক্তিগত ভিডিয়ো’! বলছে গুগল

ভিডিয়ো আপলোড করার সুযোগ খোলা থাকছে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। তারপর সৌভাগ্যবানের নাম ঘোষণা করা হবে ডমিনোজ অস্ট্রেলিয়ার তরফে।

আরও পড়ুন: রেল ওভারব্রিজে জোর করে চুম্বন যুবতীদের, নজরদারি ক্যামেরায় ধরা পড়ল যুবকের কুকীর্তি!

প্রচুর নেটাগরিক ডমিনোজ অস্ট্রেলিয়ার এই ঘোষণায় উত্সাহিত। অনেকেই বলছেন, তিনিই জিতবেন এই উপহার। কেউ আবার বলছেন, এই আংটি তাঁর পছন্দ হয়নি, তিনি এর বদলে টাকা নিয়ে নিতে চান।

ডমিনোজ অস্ট্রেলিয়ার পোস্ট:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement