বিক্রি হচ্ছে কুকুরের মাংস। ছবি: রয়টার্স।
পশুপ্রেমীদের বিক্ষোভের মধ্যেই দক্ষিণ-পশ্চিম চিনে শুরু হল কুকুরের মাংস খাওয়ার বাৎসরিক উৎসব। গতকাল আর আজ গুয়াংক্সি প্রদেশের ইউলিনে এই উৎসবে প্রায় ১০ হাজার কুকুরকে মারা হবে জানিয়েছে চিনের সরকারি সংবাদমাধ্যমই।
চিন-কোরিয়ায় কুকুরের মাংস খাওয়ার চল রয়েছে কয়েক শতাব্দী ধরে। কুকুরের মাংস গ্রীষ্মের মোকাবিলা করতে সাহায্য করে বলেও বিশ্বাস করেন ওই দেশগুলির বাসিন্দারা। কয়েক বছর ধরে ইউলিনে রীতিমতো উৎসব করে কুকুরের মাংস ও লিচু বিক্রি শুরু হয়েছে। যাকে একেবারে নিষ্ঠুর আখ্যা দিয়ে বিরোধিতায় নেমেছে পশুপ্রেমী সংগঠনগুলি।
চলতি বছরে ইউলিনের এই উৎসবের বিরোধিতায় সা়ড়াও পাওয়া গিয়েছে ভালই। ব্রিটিশ অভিনেতা রিকি জারভেইস, চিনা অভিনেতা ইয়াং মি, পপ স্টার শেন কুনের মতো অনেক তারকাও সোশ্যাল মিডিয়ায় এর প্রবল বিরোধিতা করেছেন। এই উৎসবের বিরুদ্ধে ভিডিও প্রকাশ করেছেন আর এক চিনা তারকা ফ্যান বিংবিং।
অনেক সময়েই উৎসব থেকে কিছু কুকুরকে কিনে নিয়ে তাদের বাঁচান পশুপ্রেমীরা। ১০০টি কুকুরকে কিনে বাঁচিয়ে এ বার সংবাদের শিরোনামে এসেছেন প্রাক্তন স্কুলশিক্ষিকা ইয়াং জিয়াউউন।
উৎসবের সঙ্গে তাদের কোনও যোগ নেই বলে দাবি ইউলিন পুর প্রশাসনের। তাদের তরফে জানানো হয়েছে, শহরের কিছু বাসিন্দাই একজোট হয়ে লিচু ও কুকুরের মাংস খাওয়ার ব্যবস্থা করেন। প্রশাসনের সঙ্গে এর কোনও যোগ নেই।
অনেকের মতে, এই ধরনের উৎসবে অস্বস্তিতে পড়ে চিনা প্রশাসন। কারণ, পশুপ্রেমীরা ইন্টারনেটের সাহায্যে বেশ বড় ধরনের বিক্ষোভ-প্রতিবাদের আয়োজন করে ফেলছেন। কোনও বিক্ষোভই সহ্য করে না যে চিন, তাদের পক্ষে বিষয়টি মেনে নেওয়া কঠিন।