প্রতীকী ছবি।
জীবন বাঁচানোর ‘পুরস্কার’ পেলেন চিকিৎসকরা। অস্ত্রোপচারের জন্য ছিঁড়ে ফেলতে হয়েছিল মৃতপ্রায় এক রোগীর জামাকাপড়। এ বার সেই জামার ক্ষতিপূরণ হিসাবে চিকিৎসকদের কাছে ১৫০০ ইয়েন ক্ষতিপূরণ দাবি করলেন সেই রোগীর বাবা! ঘটনাটি ঘটেছে চিনের হুবেই প্রদেশের ঝঙ্গনান হাসপাতালে।
আরও পড়ুন: পুরুষদের এক-তৃতীয়াংশ বুদ্ধি রয়েছে মহিলাদের: মুসলিম ধর্মগুরু
রক্ত সংবহন সংক্রান্ত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই ব্যক্তি। সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে ভর্তি করা হলে জটিল অস্ত্রোপচার করে তাঁর জীবন বাঁচান চিকিৎসকরা। কিন্তু তারপরেই শুরু হয় নাটক। অস্ত্রোপচারের পর ছেলেকে ওয়ার্ডে নিয়ে আসার সময় নোংরা, ছেঁড়া কাপড় দেখে রেগে যান তাঁর বাবা। ছেলের প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ দেওয়া দূর অস্ত, উল্টে চিকিৎসকদের কাছেই ১৫০০ ইয়েন ক্ষতিপূরণ দাবি করে বসেন তিনি। এও অভিযোগ করেন যে, অস্ত্রোপচারের সময় তার ছেলের পকেট থেকে খোওয়া গিয়েছে পরিচয়পত্র, টাকা ও কিছু দরকারি কাগজপত্র।
আরও পড়ুন: লন্ডনে লাইসেন্স হারাতে চলেছে উবর
বিষয়টি জানজানি হতেই চারদিক থেকে ওই ব্যক্তির বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে। তবে চিকিত্সকেরা ওই ব্যক্তিকে নিরাশ করেননি। সাংহাই-এর একটি প্রচারমাধ্যম সূত্রে খবর, তাঁরা ১০০০ ইয়েন ক্ষতিপূরণ হিসাবে তাকে ফেরত দিয়েছেন।