এই ছবিটিই পোস্ট করেছিলেন এমিরেটস এয়ারলাইনস। ছবি এমিরেটসের টুইটার অ্যাকাউন্ট থেকে।
হিরেখচিত বিমানের কথা শুনেছেন কখনও? সংযুক্ত আরব আমিরশাহির উড়ান সংস্থা এমিরেটস এয়ারলাইনসের অফিসিয়াল টুইটার করা একটি পোস্ট উস্কে দিল সেই জল্পনা। তাদের পোস্ট করা সেই ছবিতে দেখা যাচ্ছে টারম্যাকে দাড়িয়ে আছে একটি বিমান। যার উপরিভাগ হিরে ও অন্যান্য গ্রহরত্ন দিয়ে সজ্জিত। সেই ছবিই এখন নেট দুনিয়ায় ভাইরাল।
এমিরেটস এয়ারলাইন রত্নখচিত বোয়িং ৭৭৭ বিমানটিকে ‘ব্লিং ৭৭৭’ বলে উল্লেখ করেছে। সাধারণ মানুষ যারা প্রথমবার এই বিমানের ছবিটি দেখেছেন তারা সবাই কমেন্টে বিস্ময় প্রকাশ করেছেন।
বিমানটি সত্যি সত্যিই হিরে শোভিত নয়। এটি আসলে সম্পাদিত একটি ছবি। সারা শাকিল নামের একজন শিল্পী এটি করে পোস্ট করেছিলেন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। প্রায় ৫৫ হাজার মানুষ লাইক করেছে এটি।
আরও পড়ুন: ট্রাম্পের গল্ফ ক্লাবেও কাজ করেন অনুপ্রবেশকারী!
শাকিলের অ্যাকাউন্ট থেকে ছবিটি নিয়ে নিজেদের অফিসিয়াল অ্যাকাউন্টে পোস্ট করেছে এমিরেটস। শুধু তাই নয়। ছবির পুরস্কার স্বরূপ পাকিস্তান থেকে মিলান অবধি সারা শাকিলকে বিনামূল্যে বিমানযাত্রার ব্যবস্থা করে দিয়েছে ওই বিমান সংস্থা।
A post shared by Sara Shakeel (@sarashakeel) on
আরও পড়ুন: স্কুলে মারামারি করেছে মেয়ে, গাড়িতে না চাপিয়ে ৮ কিলোমিটার হাঁটিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা!
(সব গুরুত্বপূর্ণআন্তর্জাতিক খবরজানতে চোখ রাখুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)