Bangladesh

Bangladesh Fire: ঢাকার চকবাজারে আগুন, মৃত ছয়

দমকল বিভাগের এক আধিকারিক জানান, প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে ভবনের এক তলায় থাকা বরিশাল হোটেল থেকেই আগুন ছড়িয়ে পড়ে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২২ ১৭:২২
Share:

দুর্ঘটনাস্থলের ছবি।

আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বাংলাদেশে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে সোমবার বেলা ১২টা নাগাদ ঢাকার চকবাজার এলাকার দেবীঘাটে একটি বহুতল ভবনে আগুন লাগে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় বেলা ২টো ২০ নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল বিভাগের কর্মীরা। এখনও পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে ছ’জনের দেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ বহু।

Advertisement

দমকল বিভাগের এক আধিকারিক জানান, প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, ভবনের এক তলায় থাকা বরিশাল হোটেল থেকেই আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার সম্ভাব্য কারণ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। হতাহতদের অধিকাংশই এই হোটেলের কর্মচারী। রাতে হোটেলের কাজ সেরে তাঁরা উপরের তলায় বিশ্রাম নিচ্ছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement