Delhi Violence

ভারতের পরিস্থিতি নিয়ে উদ্বেগে বাংলাদেশ, বিশিষ্ট নাগরিকদের বিবৃতি

এক বিবৃতিতে এ দিন বাংলাদেশের ওই বিশিষ্টেরা জানিয়েছেন, তাঁরা ভারতের রাজধানী দিল্লিতে চলা অশান্তি নিয়ে উদ্বিগ্ন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২০ ২১:০১
Share:

দিল্লির পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ বিশিষ্টজনেদের। ছবি: পিটিআই।

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে বিক্ষোভের জেরে গত চার দিন ধরে আগুন জ্বলেছে রাজধানী দিল্লিতে। তা নিয়ে এ বার উদ্বেগ প্রকাশ করল পড়শি দেশ বাংলাদেশ।

Advertisement

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউথ ব্লককে অবিলম্বে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে আর্জি জানালেন আব্দুল গফ্‌ফর চৌধুরী,হাসান আজিজুল হক, অনুপম সেন, হাসান ইমাম, সারোয়ার আলি, রামেন্দু মজুমদার, মফিদুল হক, তারেক আলি, আনিসুজ্জামান, নাসিরউদ্দিন ইউসুফের মতো বিশিষ্টরা। ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করতে বার্তা দিয়েছেন তাঁরা।

এক বিবৃতিতে এ দিন বাংলাদেশের ওই বিশিষ্টেরা জানিয়েছেন, তাঁরা ভারতের রাজধানী দিল্লিতে চলা অশান্তি নিয়ে উদ্বিগ্ন। তাঁদের আশঙ্কা, পরিস্থিতি সম্মিলিত ভাবে সামাল দিতে না পারলে পার্শ্ববর্তী দেশে অর্থাৎ বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে। নষ্ট হতে পারে শান্তি, গণতন্ত্র, উন্নয়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি।

Advertisement

ওই বিবৃতিতে বাংলাদেশের বিশিষ্ট নাগরিকেরা ভারত সরকারকে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement