ভূমিকম্পে মা, বোনকে হারিয়েছেন হেরাটের এই যুবক। ছবি: রয়টার্স।
আফগানিস্তানের ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ৪,০০০ ছাড়াল। সোমবার এ কথা জানিয়েছে সে দেশের তালিবান প্রশাসন। শনিবার ভূমিকম্পে কেঁপে উঠেছিল পশ্চিম আফগানিস্তান। কম্পনের মাত্রা ছিল রিখটর স্কেলে ৬.২। পরিসংখ্যান বলছে, ভূকম্পে ভেঙে পড়েছে সেদেশের অন্তত ২,০০০ বাড়ি।
আফগানিস্তান জাতীয় বিপর্যয় মোকাবিলা বিভাগের মুখপাত্র মোল্লা সাইক জানিয়েছেন, সোমবার পর্যন্ত ভূমিকম্পের কারণে সে দেশে ৪,০০০ জন মারা গিয়েছেন। ২০টি গ্রামে ১,৯৮০ থেকে ২,০০০টি বাড়ি ভেঙে গিয়েছে।
শনিবার দুপুরে আফগানিস্তানের হেরাট এবং সংলগ্ন এলাকায় ভূমিকম্প হয়। মুখপাত্র সাইক জানিয়েছেন ১০০০ জন উদ্ধারকর্মীর ৩৫টি দল সে দেশে উদ্ধার চালাচ্ছে। ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। আফগানিস্তানের প্রেসিডেন্ট মহম্মদ হাসান আখুন্দ ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন। ত্রাণ এবং উদ্ধারকাজের জন্য আফগান রেড ক্রিসেন্টকে দু’লক্ষ আমেরিকান ডলার সাহায্য দিয়েছে চিন। ভারতীয় মুদ্রায় প্রায় এক কোটি ৬৬ লক্ষ টাকারও বেশি।